বাংলালিংক সিমে ৬০ টাকায় ১০ জিবি ৩জি ইন্টারনেট ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে সাথে ১২২ মিনিট ফ্রি যে কোন নাম্বারে

22
532
:)

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন, আপনাদের দোায়ায় আমিও ভাল আছি,
কাজের কথায় আসি, যেভাবে পাবেন ৬০ টাকায় ১০ জিবি ৩জি ইন্টারনেট,
যা যা লাগবে,
আপনার আইডি কার্ড এর ফটো কপি
আপনার ১ কপি পাসপোর্ট সাইজ ফটো
২১০ টাকা লাগবে সিম কেনার জন্য :)
বাংলালিংক কাস্টমার কেয়ার এ যান, গিয়ে বলবেন নতুন সিম দিয়ে ৬ টাকা দিয়ে ১ জিবি ইন্টারনেট এর সিস্টেম টা একটিভ করে দেয়ার জন্য,
তারাই একটিভ করে দেবে ৬ টাকায় ১ জিবি মেয়াদ ৬ দিন,
আমি কিন্তু কাস্টমের কেয়ার থেকে একটিভ করে নিয়েছি কাস্টমের কেয়ার ছাড়া হবে কি হবে না আমি বলতে পারব না,
তার পর ৬ দিন পর ৬ টাকা ফ্লেক্সি করলেই পাবেন ১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৬ দিন,
এভাবে ৬ দিন পর পর ৬ টাকা ফ্লেক্সি করে নিন ১০ জিবি ইন্টারনেট,
১০*৬=৬০ টাকা
১ জিবি করে টোটাল ১০ বার নেয়া যাবে,
অনেকে ভাবতেছেন ৬ টাকা ফ্লেক্সি করা যায় নাকি ভাই চিন্তার কোন কারন নাই ৬ টাকা ফ্লেক্সি হয়, যে ভাবে ৬ টাকা ফ্লেক্সি করবেন,
ফ্লেক্সির দোকানদারকে বলবেন ৬ টাকার যায়গায় ০৬ দেয়ার জন্য অথবা কাস্টমার ম্যানেজারকে বলবেন তারাই সব কিছু বলে দেবে কাজ শেষ,

১২২ মিনিট পাবেন মেয়াদ ৩ দিন যে কোন নাম্বার এ কথা বলা যাবে।
এম্বি চেক *১২৪*৫০#
মিনিট চেক *১২৪*৭#
৩জি একটিভ *৫০০০*৫৪৫#
ব্যালেন্স চেক *১২৪#
ইন্টারনেট সেটিং ম্যানুয়াল Name-blweb APN-blweb

বাংলালিংক এর ৩জি ইন্টারনেট স্পীড জিপি থেকে অনেক ভাল :)

মজার কথা হল ওরা যে সিম টা আমাকে দিয়েছে আমার জিপি নাম্বার এর সাথে মিল রেখে দিয়েছে :)
অবশ্যই টিউন শেয়ার করবেন তা না হলে নেক্সট টিউন করতে মজা পাব না,

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here