ফেসবুক থেকে আপনার নিজের তৈরি পেইজ যেভাবে ডিলিট করবেন জেনে নিন

22
273

আস সালামু আলাইকুম,

আমাদের গ্রুপের এক মেম্বারে Rj juel এর রিকোয়েস্টে পোস্ট টি করা হল। আমরা অনেকেই অনেক সময় নানা ধরণের পেইজ তৈরি করি ।কিন্ত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ,পেইজ টা ডিলিট করার প্রয়োজন হয়।বিভিন্ন কারণ থাকতে পারে । যেমন,নাম ভাল লাগে না,লাইকার কম , সময় নষ্ট হয় ইত্যাদি। তাই চলুন দেখে নিই কিভাবে একটা ফেসবুক পেইজ ডিলিট করবেন।

প্রথমেই আপনার পেইজে যান এরপর দেখুন নিচের ছবির মত settings লিখা আছে। সেখানে ক্লিক করুন।

delete

 

এবার নিচের ছবির মত পেইজ দেখতে পাবেন… সেখানে দেখুন remove page লিখা আছে… সেখানে পাশে edit লিখায় ক্লিক করলেই নিচের ছবির মত delete অপশন পেয়ে যাবেন…

delete2

 

এবার delete লিখায় ক্লিক করলেই একটা পপ আপ লেখা আসবে নিচের মত

delete2

delete এ ক্লিক করুন।পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন। তাহলেই ডিলিট হয়ে যাবে।

ধন্যবাদ আপনার প্রয়োজন আমাদেরকে জানানোর জন্য।আমরা সব সময় আপনার পাশে আছি।আপনা সমস্যা যত ছোটই হোক ।আমাদেরকে জানাবেন।ইনশাআল্লাহ হেল্প করবো ।আমাদের পাশেই থাকুন।ভাল লাগলে পোস্ট টি শেয়ার করুন…

আবারো ধন্যবাদ।

আপনাদের সমস্যা জানাতে আমাদের ৭০ হাজার মেম্বারের গ্রুপে জয়েন করুন।

ফেসবুক গ্রুপ ADVANCED TECHNOLOGY 

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here