জাপানি আইপি দিয়েও fb ফটোভেরিফাই করতে পারছেন না? কিন্তু আজ অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ[a-z problem solve]

25
482

আসসালামু আলাইকুম,আশা করি, সবাই ভাল আছেন।

trickbdno1.com এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

fb photo

আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে:

১। কেন আপনারা জাপানি আইপি দিয়েও আপনার শখের আইডি ফটোভেরিফাই করতে পারছেন না।এর কারণ কি???

২। জাপানি আইপির মাধ্যমেই কিভাবে আপনি আপনার আইডির ফটোভেরিফাই করবেন।

তো চলুন শুরু করা যাকঃ

১।প্রথমেই বলি কেন আপনি আপনার আইডি জাপানি আইপি দিয়েও খুলতে পারছেন না????

আসলে আপনি আপনার আইপি সফল্ভাবে হাইড করতে পারেন নি। আপনি বলতে পারেন আমি আমার আইপি whatismyip.com এ চ্যাক করেছি।

ভালো কথা, আসলে আপনি আপনার এক্সটার্নাল আইপি হাইড করেছেন কিন্তু ইন্টার্নাল আইপি বাংলাদেশই রয়েছে. কি বিশ্বাস হচ্ছে না??? আচ্ছা আপনি আপনার আইপি google chrome hola extention এর মাধ্যমে চেঞ্জ করে দেখুন কি হয়??? আচ্ছা আমিই দেখাচ্ছি স্ক্রিনশট দেখুন…

লোকেশন জাপান। কিন্তু ইন্টারনাল আইপি আর dns এ জাপান আর বাংলাদেশ। এই যদি হয় আইপি হাইডের অবস্থা তাহলে ফেসবুক ফটোভেরিফাই কিভাবে খুলবেন??? আসলে এর সমাধান আছে… সেটা পরে বলছি…

ip hide

আপনি যত শক্তিশালী আইপি হাইডার ই ব্যবহার করেন না কেন সেটা হতে পারে ip hider pro কিন্তু কোনো লাভ নেই।অনেক ওয়েবসাইটেই আপনি হয়ত এসব আইপি হাইডার দিয়ে কাজ করতে পারবেন কিন্তু ফেসবুকে পারবেন না।কারণ পৃথিবীর দ্বিতীয় বৃহত এই ওয়েবসাইট(ফেসবুক) আপনার ইন্টারনাল আইপি ধরে ফেলে।যে কারণে আপনি ফটোভেরিফাই করতে পারেন না। আর গুগল ক্রোম এমন একটা ব্রাউজার যা আপনার ইন্টারনাল আইপিকে হাইড করতে দিবে না। যার ফলে কোনো আইপি হাইডারের মাধ্যমেই আপনি গুগল ক্রোম দিয়ে ফটোভেরিফাই খুলতে পারবেন না।

২। প্রশ্ন তাহলে কিভাবে ফটোভেরিফাই খুলবো এটাই তো???

ভয় পাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই সমাধান আছে। আর ফটোভেরিফাই এর জন্য আপনার ইউজ করতে হবে mozilla firefox. কিন্তু ফায়ারফক্স ব্যবহার করে আইপি হাইড করলেও আপনার ইন্টারনাল আইপি ফেসবুক ধরে ফেলবে। এর জন্য আপনার ইন্টারনাল আইপি হাইড করার জন্য কি কি করতে হবে তা এখানে বলতে গেলে পোস্ট টা অনেক বড় হয়ে যাবে।আর এই সহজ জিনিসটাও হয়ত লিখে পুরোপুরি বুঝাতে পারবো না।

তাই নতুন পুরাতন সবার কথা বিবেচনা করে আমি অনেক কষ্টে একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি।যেখানে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি যে, কিভাবে আপনি সফল্ভাবে আপনার ইন্টারনাল আইপি ও dns হাইড করবেন।

a-z বলায় ভিডিও টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে। তবে এটা আমি বলতে পারি ভিডিও টা দেখলে আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং সবাই ফেসবুকে ফটোভেরিফাই হওয়া আইডি খুব সহজেই খুলতে পারবেন,ইনশাআল্লাহ। ভিডিও টিউটোরিয়াল দেখতে নিচের ছবিতে ক্লিক করুন,

যদি টিউটোরিয়ালটি ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব  চ্যানেলে সাস্ক্রাইব করুন।এবং শেয়ার করুন।

এরপর আমাদের চ্যানেলে প্রকাশ করবো, আপনার আইডি হ্যাক হলে কিভাবে তা ফিরিইয়ে আনবেন এবং কিভাবে কারও আইডি হ্যাক করবেন তা নিয়ে।

দেখা হবে পরের টিউনে । trickbdno1.com এর সাথেই থাকুন আর নিজে জানুন অন্যকে জানান।আর সবাই এগিয়ে যান।সেই প্রত্যাশায় আজকে বিদায়।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।  যেন সবসময় আপনাদেরকে নতুন কিছু দিতে পারি।

25 COMMENTS

    • ধন্যবাদ, ভাই আপনার মূল্যবান কমেন্টের জন্য।আপনি প্রথমে ফায়ারফক্স এর আইপি হাইড করুন। এরপর আপনার কম্পিটার এর windows বাটন আর R বাটন একসাথে ক্লিক করুন। এরপর cmd লিখে enter চাপুন। এরপর cmd এর পেইজে লিখুন…
      ipconfig/flushdns
      এরপর ইন্টার চাপুন ।ইনশাআল্লাহ আপনার dns রেস্টোর হয়ে যাবে… চ্যাক করে দেখুন। আর ভিডিও টিউটোরিয়ালেও এটা দেখিয়েছি…
      আর বেশি সমস্যায় পড়ে থাকলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন,… fb.com/no1sorol
      Show less

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here