সকল ফ্রেন্ডকে আপনার ফেসবুক গ্রুপে এড করুন এক ক্লিকেই

25
499

আস সালামু আলাইকুম,

আশা করি ভাল আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।সব সময় আমি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি।আর আপনাদের সুবিধার কথাই ভাবি।

আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা উপরের টাইটেলেই বলা আছে ।তাই নতুন করে আর বলার দরকার নেই। বেশি বললে আবার টাইপ করতে করতে আমার ক্ষুধা লেগে যাবে।তবুও একবার বলি,আজ দেখাবো কি করে এক ক্লিকেই আপনি আপনার সকল ফ্রেন্ডকে আপনার গ্রুপে এড করবেন।

আসলে একটা গ্রুপ খুলে যদি মেম্বার ই এড করতে না পারেন তাহলে গ্রুপটাই বৃথা।আমি আমার গ্রুপে মাত্র ১৫দিনে প্রায় ৪৫ হাজার মেম্বার এড করেছিলাম।এত অল্প সময় সময়ে এতগুলো মেম্বার হাত দিয়ে এড করলে হয়ত আমাকে হাসপাতালে যেতে হতো।আমি এক্ষেত্রে শুধু একটা স্ক্রিপ্ট কোড এর মাধ্যমেই এ কাজ গুলো খুব সহজেই করেছি।গত পোস্টে আমি বলেছিলাম, যে কিভাবে এক ক্লিকেই সকল ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করা যায় তা দেখে নিতে পারেন।
এখান থেকে

আজকে দেখাবো কি করে আপনি গ্রুপে মেম্বার এড করবেন।

প্রথমে আপনি যে গ্রুপে মেম্বার এড করবেন ঐ গ্রুপে যান।

এরপর আপনার ব্রাউজার যদি গুগল ক্রোম হয় তবে ctrl,shift,j এই বাটন তিনটা এক সাথে চেপে ধরুন।আর ফায়ার ফক্স হলে ctrl,shift,i একসাথে চেপে ধরুন।এবার দেখুন নিচের ছবির মত console ওপেন হয়েছে…

ttttt

এরপর এখান থেকে কোড স্ক্রিপ্ট টা ডাউনলোড করে নিন…
Code এখানে

এরপর আপনি code টা কপি করে console এ পেষ্ট করুন।

ttttt

 

বাকি কি করতে হবে তা আমাদের ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন।ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য নিচের ছবিতে ক্লিক করুন।

ttttt

ধন্যবাদ পোস্ট টি কষ্ট করে পড়ার জন্য।দেখা হবে পরের টিউটোরিয়ালে।সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।প্রযুক্তিকে ভালবাসুন।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here