সিটিসেল গ্রাহকদের জন্য রবির সারপ্রাইজ অফার!

10
498
city cell এর চিত্র ফলাফল
city cell এর চিত্র ফলাফল

মৃত্যু পথযাত্রী সিটিসেলের গ্রাহকদের জন্য
সারপ্রাইজ অফার ঘোষণা করেছে আরেক
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা
লিমিটেড। মঙ্গলবার রবির ভেরিফাইড অফিসিয়াল
ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি
ঘোষণা দেওয়া হয়। সেখানে শিরোনামে বলা
হয়েছে, ‘সিটিসেল গ্রাহকদের জন্যে এবার
রবির সারপ্রাইজ!
মৃত্যু পথযাত্রী সিটিসেলের গ্রাহকদের জন্য
সারপ্রাইজ অফার ঘোষণা করেছে আরেক
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা
লিমিটেড। মঙ্গলবার রবির ভেরিফাইড অফিসিয়াল
ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি
ঘোষণা দেওয়া হয়।
সেখানে শিরোনামে বলা হয়েছে, ‘সিটিসেল
গ্রাহকদের জন্যে এবার রবির সারপ্রাইজ!’ বিস্তারিত
অফারে বলা হয়েছে, ‘সিটিসেল থেকে রবির
নেটওয়ার্কে এলেই ফ্রি সিম এবং সর্বনিম্ন
কলরেট ২৫ পয়সা/মিনিট (রবি-রবি), ৬০ পয়সা/মিনিট
(রবি-অন্য), ৫ জিবি ইন্টারনেট আর সুপারফাস্ট ৩জি!
তো দেরি কেনো? জয়েন করুন রবির
নেটওয়ার্কে!’ রবির ফেসবুক স্ট্যাটাস দেখা
যাবে এই ঠিকানায়। এদিকে এ ব্যাপারে আরও
বিস্তারিত
জানতে রবির সাইটের এই ঠিকানা দেওয়া হয়েছে।
সব শেষে লেখা হয়েছে, প্রতি NID-তে ২০
টির বেশি সিম থাকলে ৩১ শে আগস্ট-এর পরে
বাড়তি SIM বন্ধ করে দেওয়া হবে এবং রবির সকল
সার্ভিস পেতে ডায়াল করুন ১২৩# নাম্বারে।
রবির এই সারপ্রাইজ অফার নিয়ে ফেসবুকে
অনেক তর্ক-বিতর্ক হতে দেখা গেছে।
অনেকেই আবার আগ্রহ নিয়ে এ সংক্রান্ত আরও
তথ্য জানতে চেয়েছেন। জাবেদ আরমান
জানতে চেয়েছেন, ‘আমার সিটিসেল সিমটি
রেজিস্ট্রেশন করিনি। আর নাম্বারও যানা
নেই,এখন কি সিমটি দিলে আমাকে আরেকটা সিম
দিবে..??? আর কল রেট কি শুধু ২৫পয়সা
কাটবে…??? নাকি বেশী কাটবে।’ উত্তরে রবি
জানিয়েছে, ‘আপনি সিটিসেল প্রিপেইড/
পোস্টপেইড গ্রাহক হয়ে থাকলে একটি
কমপ্লিমেন্টারি ফ্রি সিম ব্যাবহার করতে পারবেন।
আপনি একটি সিমের বিপরীতে একটি সিম আপনার
পছন্দমত সিম সংগ্রহ করতে পারবেন। আপনার সিম
টি সংগ্রহ করতে অনুগ্রহ করে রবি সেবা
কেন্দ্রে যোগাযোগ করুন। অথবা
01882000000 এই নম্বরে যোগাযোগ করুন
সকাল ১০ দশটা সন্ধ্যা ৭ টা এই সময়ের ভেতর।
এই ফ্রি সিমে আপনি পাচ্ছেন সর্বনিম্ন কল রেটঃ
২৫ পয়সা/মিনিট (রবি টু রবি) এবং ৬০ পয়সা/মিনিট (অন্য
অপারেটর)। এর সাথে পাচ্ছেন ৫ জিবি সম্পূর্ণ
ফ্রি ২৯ টাকা কার্ড রিচারজে। এছাড়াও পাচ্ছেন ৬
টাকায় ১ জিবি অফার।’ মো. শাওন জানতে
চেয়েছেন, ‘আমার সিটিসেল মডেম আছে
আমি কি রবি মডেম পাবো?’ উত্তরে রবি পেজ
লিখেছে, ‘আপনার অনুসন্ধান এর জন্য আন্তরিক
ভাবে ধন্যবাদ। দুঃখিত, বর্তমানে সিটিসেল
মডেমের সাথে আমাদের কোন অফার নেই।
সাথে থাকার জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি।’ আকাশ
সানা জানতে চেয়েছেন, ‘৫ জিবি কি একবারে
দিবে?মেয়াদ কতদিন?’ উত্তরে রবি লিখেছে,
‘৫ জিবি ডাটা আপনি পাচ্ছেন দুই ইন্সটলমেন্টে
২.৫ জিবি করে যেটার মেয়াদ ৭ দিন। ২ জিবি
ব্যাবহার করতে পারবেন রাত ২ টা থেকে দুপুর
১২ টা পর্যন্ত এবং ৫০০ এমবি ব্যাবহার করতে
পারবেন দুপুর ১২ টা থেকে রাত
২টা পর্যন্ত।’ মেনহাজুল ইসলাম সজল লিখেছেন,
‘নেটওয়ার্ক উন্নত না করলে রবি কেও একদিন
সিটিসেল এর মতো পরিণতি ভোগ করতে
হবে।’ জাহিদ হাসান আরজু লিখেছেন, ‘আপনাদের
সব ভাল লাগে, কিন্তু নেট এর ব্যাপারে মেজাজ
গরম হয়ে যায়।’

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here