চাকরীর পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার জন্য পড়াশুনা করুন।(সাধারণজ্ঞান অংশ)

24
663

আসসালামুআলাইকুম।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।যাহোক, প্রিয় পাঠক বৃন্দ, আজকে আমার টিউনটি হচ্ছে সাধারণজ্ঞান পড়াশুনা বিষয়ক।তাহলে নিচের থেকে পড়তে থাকুন।

 

পার্ট ০১

১।বাংলাদেশে তথ্য অধিকার আইন পাস হয় >>> ২৯ মার্চ ২০০৯ ইং।

২।বাংলাদেশের White Gold >>> চিংড়ি।

৩।সংবিধানের যে অনুচ্ছেদে ‘নারীরা রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা হয়েছে >>> ২৮(২) অনুচ্ছেদে।

৪। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে >>> ১৬ বার।

৫। মুজিবনগর যে জেলায় অবস্থিত >>> মেহেরপুর।

৬। ‘সাবাস বাংলাদেশ’ ভাস্করটি অবস্থিত >>> রাজশাহী বিশ্ববিদ্যালয়।

৭। ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে >>> উন্নতজাতের গমের নাম।

৮। ‘আলোকিত মানুষ চাই’-এটি যে প্রতিষ্ঠানের শ্লোগান >>> বিশ্বসাহিত্য কেন্দ্র।

৯। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত >>> সোনারগাঁ।

১০। ‘গম্ভীরা’ বাংলাদেশের যে অঞ্চলের লোকসঙ্গীত >>> চাঁপাইনবাবগঞ্জ।

১১। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম >>> বরিশাল।

১২। ‘সাগরকন্যা’ যে এলাকার ভৌগলিক নাম >>> কুয়াকাটা,পটুয়াখালী।

১৩। ৬-দফা দাবি উত্থাপিত হয় >>> লাহোর,পাকিস্তান।

১৪। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন >>> লর্ড কার্জন।

১৫। বিতর্কিত দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত >>> হাড়িয়াভাঙ্গা।

১৬। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বোন >>> সুন্দরবন।

১৭। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে >>> গোয়ালন্দ।

১৮। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো কর্তৃক গৃহীত হয় >>> ১৭ নভেম্বর ১৯৯৯।

১৯। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে >>> ২৬ জুন ২০০০।

২০। ‘হাওর বেসিন’ >>> সিলেট।

পার্ট ০২

১। ইউরোপের রুগ্ন মানুষ >>> তুরস্কের লোক।

২। বৈকাল হ্রদ অবস্থিত >>> রাশিয়ায়।

৩। বুর্জ খলিফা ভবনটি অবস্থিত >>> দুবাই,সংযুক্ত আরব আমিরাত।

৪। রুটির ঝুড়ি >>> উত্তর আমেরিকার প্রেইরি।

৫। সরু রাষ্ট্র >>> চিলি।

৬। ছোট রাষ্ট্র >>> ভ্যাটিকান সিটি।

৭। ছিদ্রায়িত রাষ্ট্র >>> ইতালি।

৮। ভেনিস শহর অবস্থিত >>> ইতালিতে।

৯। ইউরোপের রণক্ষেত্র >>> বেলজিয়াম।

১০। বসরা,বোস্তাম,জিলান কোন দেশের শহর >>> ইরাক।

১১। বজ্রপাতের দেশ >>> ভুটান।

১২। ভূমিকম্পের দেশ >>> জাপান।

১৩। সমুদ্রের বধু >>> গ্রেট ব্রিটেন।

১৪। কিউই বলা হয় >>> নিউজিল্যান্ডের অধিবাসীদের।

১৫। ক্যানবেরা,সিডনি,মেলবোর্ন যে দেশের শহর >>> অস্ট্রেলিয়া।

১৬। পৃথিবীর সবথেকে বড় মরুভূমি >>> সাহারা,আফ্রিকা।

১৭। সোনার জন্য বিখ্যাত আফ্রিকা মহাদেশের যে শহর >>> জোহানসবার্গ।

১৮। ‘আল আজহার’ বিশ্ববিদ্যালয় অবস্থিত >>> মিশর।

১৯। পিরামিডের দেশ >>> মিশর।

২০। অটোয়া যে দেশের শহর >>> কানাডা।

পার্ট ০৩

১। পারমাণবিক বোমার জনক >>> রবার্ট ওপেন হেইমার।

২। শ্বেতহস্তীর দেশ >>> থাইল্যান্ড।

৩। শ্বেতভল্লূকের দেশ >>> রাশিয়া।

৪। সূর্যোদয়ের দেশ >>> জাপান।

৫। সমুদ্রের বধূ >>> গ্রেট ব্রিটেন।

৬। সাদা রাশিয়া >>> বেলারুশ।

৭। বিশ্বের বৃহত্তম ক্রীড়াআসর >>> অলিম্পিক গেমস।

৮। যে মাছ উড়তে পারে >>> উড়ুক্কু মাছ।

৯। যে পাখি বরফে বাস করে >>> পেঙ্গুইন।

১০। ভুটানের জাতীয় পাখি >>> কাক।

পার্ট ০৪

১। যে গাছ সবচেয়ে বেশিদিন বাঁচে >>> ব্রিস্টলকোন পাইন (প্রায় ছয় হাজার বছর)

২। যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় >>> আখরোট।

৩। যে প্রাণী একচোখ খোলা রেখে ঘুমায় >>> ডলফিন।

৪। যে মাছ শরীরে বিদ্যুৎ উৎপাদন করতে পারে >>> বৈদ্যুতিক বাইম (ইলেকট্রিক ঈল)

৫। যে প্রাণী চোখ-কান দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় >>> হরিণ।

৬। যে প্রাণী দুচোখ খোলা রেখে ঘুমায় >>> মাছ।

৭। যে প্রাণী দাড়িয়ে ঘুমায় >>> ঘোড়া,হাতি,জিরাফ।

৮। যে পাখি পানির উপর দিয়ে হাটতে পারে >>> ওয়েস্টার্ন গ্রেব।

৯। যে পাখির লেজ নেই >>> কিউই।

১০। যে মাছ বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে >>> ব্যাঙ মাছ।

পার্ট ০৫

১। BCD কোডে বিটের সংখ্যা ৪ টি।

২। IC প্রথম ইউজ হয় >>>তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

৩। VESA >>> Vedio Electronic Standard Architecture.

৪। ওরাকল >>> এক ধরনের ডাটাবেজ প্রোগ্রাম।

৫। মোবাইল ফোনের জনক বলা হয় >>> মারটিন কুপারকে।

৬। বিশ্বের প্রথম স্মার্টফোন >>> আই বি এম সাইমন।

৭। অপটিক্যাল ফাইবার ডেটা পরিবহন করে >>> বারবার আলয়র পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে।

৮। ASCII >>> American Standard Code for Information Interchange.

৯। LAN >>> Land Area Network/// Local Area Network.

১০। মোডেমের মধ্যে থাকে >>> একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।

১১। HTML >>> Hyper Text Markup Language.

১২। কোনও ইমেইল ঠিকানায় অবশ্যই থাকতে হবে >>> @

১৩। BCC >>> Blind Carbon Copy.

১৪। সর্বপ্রথম ওয়ারলেস Communications এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন >>> ইতালির বিজ্ঞানী মারকনি।

১৫। প্রোগ্রাম রচনা করা সবচেয়ে কঠিন >>> মেশিনের ভাষায়।

(সংগৃহীত) 

ধৈর্য সহকারে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন সবাই।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here