পিসিতে gp free net ডিস্কানেক্ট সমস্যার সমাধান /pd proxy ডিস্কানেক্ট সমস্যার সমাধান

25
342
computer tips

অনেকেই আছেন যারা গ্রামীনফোনের মাধ্যমে ফ্রি তে ইন্টারনেট চালাচ্ছেন । বর্তমানে গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিসকানেক্ট সমস্যা ।

বার বার ডিসকানেক্ট সমস্যা তাই বলে কি আমরা ফ্রি ইন্টারনেট আর ব্যবহার করতে পারব না । নো টেনশন ডু ফুর্তি । ডিসকানেক্ট সমস্যা তাতে কি যেমন ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তেমনি এটি অটো ভাবে কানেক্ট হয়ে যাবে । তবে এর জন্য সেটিং করে নিতে হবে ।

আসুন আমরা প্রথমে দেখে নিই আমার Reconnect সফটওয়্যারের ব্যাবহার ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন কে Reconnect করব ।

প্রথমে আপনি আপনার মডেম কানেকশন বা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেকশন দিন । আপনি দেখবেন ডেস্কটপের টাস্কবারে নতুন আইকন এসেছে । আসুন আইকনটি চিত্রের মাধ্যমে দেখি –

আমি আমার GPMMS ডায়াল আপ কানেকশন কানেকটিং করে আপনাদের দেখালাম । কানেকশন তো দিলাম তবে এবার এটাকে অটো কানেকন্ট করব কিভাবে । আসুন চিত্রটি দেখি –

আপনি এবার টাস্কবারে উপস্তিত আইকনে ডবল ক্লিক করুন । তাহলে দেথতে পারবেন উপরের ছবির মত এসেছে ।
এবার Properties এ ক্লিক করুন । তারপর আপনি Option এ ক্লিক করুন এবং ছবিটির মত সেটিং করে নিন –
Redial Attemps – 3
Time Between Redial Attemps – 1 Second
Idle Time Before Hang Up – Never
আপনি উপরের ঘর গুলোকে ফাকা রাখবেন । এথন আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে । কাজটি হল নিচের Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করতে হভে ।
Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করার পর Ok করুন ।

ব্যাস !! এবার দেখুন কানেকশন ডিসকানেক্ট হলে এক সেকেন্ডের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে ।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here