খুব সহজেই ফেসবুক গ্রুপ ডিলেট করুন

9
325

আসসালামু আলাুকুম৷আশা করি সবাই ভালো আছেন৷

fb-e-commerce-4

বর্তমানে ফেসসবুক এর ব্যবহার জানে না এমন লোক হয়ত খুজে পাওয়া যাবে না।আর ফেসবুকে বড় বড় গ্রুপ দেখে নিজেও একটা গ্রুপ খুলে বসলেন।কিন্ত কী হইলো??মেম্বার পাচ্ছেন না।দুই চার দিন এ বন্ধুর কিছু ফ্রেন্ড,আরেক বন্ধুর কিছু।এভাবে মেম্বার বানাতে ক্লান্ত।তার গেলেন মেম্বার কিনতে এইখানে পড়লেন ধান্দাবাজির খপ্পরে।তখন মেজাজ গরম!!!!😈😈😈

সিন্ধান্ত গ্রুপের গুষ্টি কিলাই😝😝

 

তো আপনেরা ট্রপিক দেখেই বুঝে গিয়েছেন আমি কী বলতে চাচ্ছি৷তাহলে আসুন একটু বিস্তারিত জানি।

ফেসবুকের গ্রুপ অটোমেটিকলি ডিলেট হয়ে যায় যদি ঐ গ্রুপ কোন মেম্বার না থাকে৷তার জন্য যা তরতে হবে:

☞আপনি যে গ্রুপ টি ডিলেট করতে চান সেই গ্রুপটি সিলেক্ট করুন৷

☞গ্রুপের নিচে মেম্বার’স এ যান৷তারপর সব মেম্বার’স রিমুভ করে দিন৷

☞তারপর আবার গ্রুপ মেনু>গ্রুপ ইনফো>লিভ গ্রুপ(leave group)>কনফার্ম(confirm)।

তারপর আর কী?আপনার কাজ শেষ৷

এখন কিছু দিন পর আপনি আর গ্রুপটি দেখতে পারবেন না৷তারমানে গ্রুপটি ডিলেট হয়ে গিয়েছে৷

[বি:দ্র:আপনাকে অবশ্যই গ্রুপের অ্যাডমিন হতে হবে]

ভুল হলে ক্ষমা করবেন আর জনাবেন৷কারনএটিই আমার প্রথম টিউন৷

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here