ফোন খুঁজে পাচ্ছেন না বা চুরি হয়ে গেছে??? এখনই বের করে ফেলুন আপনার ফোন আর ধরে ফেলুন চোরকে

24
351

আস সালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি আপনাদের সকলের দোয়ায়। সব সময় আমি চিন্তা করি আপনাদেরকে কিভাবে একটূ হলেও সাহায্য করা যায় প্রযুক্তি বিষয়ে। তাই বরাবরই হাজির হওয়ার চেষ্টা করি নতুন কিছু নিয়ে। এবারও তার বিকল্প নয়। আজও হাজির হলাম দারূন একটি বিষয় নিয়ে।

অনেকে অলরেডী মনে হয় আমাকে বকা দেয়া শুরু করে দিয়েছেন যে, এক প্যাচাল আর কত দিন পারবেন???

উত্তরঃ যত দিন মন চাইবে… হা হা হা… মজা করলাম। আচ্ছা বাদ দিন। চলুন আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই।

সকলের কাছে অনুরোধ, টিউন টি যদি আপনাদের কাছে সামান্য হলেও প্রয়োজনীয় মনে হয়।তাহলে অবশ্যই লাইক টিউমেন্ট এবং ফেসবুকে শেয়ার করুন। মন চাইলে নির্বাচিত মনোনোয়ন তো আছেই। সেখানেও ক্লিক করতে পারেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি

ফোন খুঁজে পাচ্ছেন না বা চুরি হয়ে গেছে??? এখনই বের করে ফেলুন আপনার ফোন আর ধরে ফেলুন চোরকে

ও এটা তো টাইটেলেই লিখা ছিল।
আর আরো কিছু লিখা দরকার ছিল সেটা হল… মনে করুন আপনার ফোন আপনি বালিশের নিচে রেখেছেন ।কিন্তু ভুল করে ঘুমের ঘোড়ে সেটা বালিশের কভারে ঢুকিয়ে ফেলেছেন । আর ফোন ছিল সাইলেন্ট করা এখন কল করেও খুঁজে পাচ্ছেন না??? এখন কি করার আছে??? কিন্তু আজ আমি দেখাবো ফোন চাইলেন্ট থাকলেও কিভাবে সেই ফোনটাকে ফুল সাউন্ডে বাজাবেন তাও আবার কোনো সফটওয়্যার ছাড়া। আর চোরে নিলে তো পড়বে মহা বিপদে।

আগেই বলে রাখি সকল কথা এখানে লিখা সম্ভব হবে না। আর অনেকেই আমরা আছি যাদের পোস্ট পড়তে ভালই লাগে না। তারা নিচে থেকে আমাদের ভিডীও টিউটোরিয়াল দেখে নিন।

আচ্ছা, এবার চলুন দেখি কিভাবে আপনি এই কাজটি করবেন। এরজন্য

  1. প্রথমেই আপনি, আপনার এন্ড্রয়েড ফোন এর সেটিংস এ যান।
    এরপর + add account এ ক্লিক করুন। এরপর google এ ক্লিক করুন।এবার লগইন করুন।নিচের ছবিগুলো অনুসরণ করুন।%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82
    %e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82
    (হচ্ছে টা কি??? এইটা তো জিমেইলে লগইন করতে বলছেন… 🙁  )
    হ্যা, আমি তো সেটাই বললাম। আসলে গুগল মামাই আপনাকে হেল্প করবে। আরে আগে পোস্ট টা শেষ করতে দিন।আসলে আপনি বুঝলেও অনেক নতুন প্রযুক্তি প্রেমী আছে যারা বুঝবে না।
  2. এবার আপনার ফোনটি খুঁজে পাচ্ছেন না??? ফোনটি সাইলেন্ট করা??? তো কি করবেন???
    আপনি আপনার ফ্রেন্ড এর মোবাইল বা কম্পিউটার থেকে আপনার gmail একাউন্টে লগইন করুন।
  3. এরপর accounts.google.com এ যান।
    এরপর সেখানে নিচের দিকে দেখুন

    আপনার ফোন খুঁজুন/find your phone নামে একটা অপশন আছে। সেটা ব্যবহার করে আপনার ফোনে কল দিতে পারবেন।আপনার ফোন সাইলেন্ট থাকলেও উচ্চ আওয়াজে বাজবে।

  4. এছাড়া আপনি আপনার ফোন চুরি হয়ে থাকলে কিভাবে আপনার ফোন লক করবেন এবং নিজের ফোনের লোকেশন জেনে  চোরকে ধরবেন তা বিস্তারিত জানতে আমাদের ভিডিও টিউটোরিয়াল টি দেখুন। a to z বিস্তারিত বলা আছে।

    https://www.youtube.com/watch?v=O-huW3sK7hI

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here