বাংলাদেশ আর ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেল ফ্রীতে দেখুন আপনার এন্ড্রয়েড ফোনে (রবি+এয়ারটেল সিমে )

12
485

।বাংলাদেশ আর ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেল ফ্রীতে দেখুন আপনার এন্ড্রয়েড ফোনে (রবি+এয়ারটেল সিমে )

এখন আপনার স্মার্ট ফোনকে করে তুলুন আরো একটু স্মার্ট।নিজের মোবাইলেই দেখতে পারবেন বাংলাদেশ ও ইন্ডিয়ার বেশ কয়েকটি চ্যানেল। আর সেটা যদি হয় আবার সম্পূর্ণ ফ্রীতে তাহলে তো আর কথাই নাই।

হ্যা ভাই, আপনি চাইলে আপনি আপনার রবি এবং এয়ারটেল সিম দিয়ে খুব সহজেই ফ্রীতে টিভি দেখতে পারবেন।

জানি অনেকেরই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এটা ১০০% সত্য,।এর আগেও ফ্রীতে এশিয়া কাপ,বিশ্বকাপ ও আইপিএল দেখানো হয়েছে.

তো আর কথা বাড়াতে চাই না। তো কিভাবে দেখবেন এই ফ্রী টিভি সেদিকে যাওয়া যাক। যদি আমার পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনার কোনো এম্বি কাটবে না। আর যদি অনুসরণ না করেন তাহলে এম্বি কাটবে আপনার অন্যান্য এপ্স আপডেট হয়ে। আর আপনারা বলবেন যে, এম্বি কেটে নিয়েছে ফ্রী টিভি সার্ভিস। আসলে এই সার্ভিসে কোনো এম্বি লাগে না।

তো কিভাবে চালাবেন।?????????

  1. প্রথমেই রবি/এয়ারটেল বাদ দিয়ে অন্য কোনো সিম বা ওয়াইফাই দিয়ে আমাদের নিচের লিংকে যান।

    click here

  2. যদি চ্যানেল লিস্ট দেখতে না পান তাহলে নিচের ছবির মত ক্লিক করুন। 

    freetv
    বিঃদ্রঃ অবশ্যই অপেরা বাদ দিয়ে অন্য কোনো ব্রাউজার যেমন, ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার দিয়ে ঢুকুন।

  3. এবার যেকোনো একটা চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করুন। আমি entertainmenT  category সিলেক্ট করলাম।
    freetv
  4. এবার চ্যানেল লিস্ট দেখতে পাবেন। আমি zee tv সিলেক্ট করছি।
    freetv
  5. এরপর আপনার যেই রবি/এয়ারটেল সিমে এম্বি বা ব্যালেন্স নেই সেই সিমের ডাটা অন করুন এবং low quality বা high quality তে ক্লিক করুন।
    freetv
  6. আর উপভোগ করুন আনলিমিটেড ফ্রী টিভি… আপনার এন্ড্রয়েড ফোনে।
    বিঃ দ্রঃ এখন সবগুলো চ্যানেল না ও আসতে পারে।যেগুলো high quality বা low quality লিখা আসবে সেগুলো দেখতে পারবেন।তবে সবগুলো নিয়েই কাজ চলছে।।
  7. ধন্যবাদ সবাইকে পোস্ট টি কষ্ট করে পড়ার জন্য…

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here