রবি ফ্রি নেট! দিন-রাত ২৪ ঘন্টা ফুল স্পিড! (এন্ড্রয়েড এবং পিসি)

8
377
Trickmela.Com - The Best Download Site in BD

ফ্রি নেট! বাইরের দেশে অবশ্যই পুরো দেশব্যাপী ফ্রি নেট বা ফ্রি ওয়াই ফাই অলরেডি চালু হয়ে গেছে। বাংলাদেশেও নির্দিষ্ট কিছু জায়গায়ও ফ্রি ওয়াইফাই কানেক্টশন দেওয়া হয়েছে বটে তবে অনেক পাবলিক চালায় বলে কেউ ই ভালো স্পিড পায় না! একবার চিন্তা করে দেখুন, আপনার বাসায় রেডিমেট ফ্রি নেট দেওয়া হলে কি হবে? সারাদিন ডাউনলোড? গেমস? মুভি স্ট্রিমিং? অনলাইন আউটসোর্সি? কত কিছু! আর চিন্তা নয়! এবার বাস্তবেই ফ্রি নেট কানেক্টশন দিবো! খরচ? আপনার কারেক্ট এর বিলটুকু আমি দিতে পারবো না সেটা শুধু আপনাকে বহন করতে হবে! হাহাহা।

এবার টিউনে আসি।

আপনারা জানেন যে, রবি তার বিদেশের গ্রাহকের জন্য রোমিং ইন্টারনেট ফ্রি করে দিয়েছে অনেক আগেই। মানে বাংলাদেশের বাইরে রবি সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট ব্রাউজিং করা যাচ্ছে। এই টিউনের মূল পয়েন্ট হচ্ছে আমরা বাংলাদেশেই বসে সফটওয়্যারের মাধ্যমে আমাদের অবস্থানকে বাংলাদেশের বাইরে করে রবির সাভার্রে পাঠাবো আর ফ্রি নেট উপভোগ করবো!

কিভাবে?? চলুন দেখে নেই।

এন্ড্রয়েড কিংবা পিসি, যেখানেই আপনি নেট ব্যবহার করেন না কেন এই টিক্স এর জন্য আপনার একটি এন্ড্রয়েড ডিভাইসের প্রয়োজন হবে। এন্ড্রয়েড সেটটি রুটেট হলে খুউব ভালো হয়! না হলেও চলবে তবে আপনার ঝামেলা হবে বেশি আর কি!

ধাপসমূহঃ

নন রুটেট / রুটেট এন্ড্রয়েড এর জন্যঃ

যা যা প্রয়োজনঃ

  • > টাকা পয়সা এবং মেগাবাইট বিহীন একটি রবি সীম! নতুন বা পুরোনো সেটা মেটার না
  • > psiphon3 টানেল সফটওয়্যাট (ননরুটেট): ডাউনলোড করে নিন:
  • https://www.datafilehost.com/d/b7e6b9f2
  • রুটেট সেটের জন্য এই ভার্সনটি ডাউনলোড করে নিন:
  • https://drive.google.com/file/d/0B3wFTTKU-2B9cG5zdkFNVTlQN2M/view?usp=sharing
  • > UC Mini Brower (এই ব্রাউজার ছাড়া অন্য ব্রাউজারে ব্রাউজ/ডাউনলোড করতে ঝামেলা পোহাতে হবে)

বিঃদ্রঃ আপনার রবি সিমে আগে থেকে কোনো নেট প্যাকেজ একটিভ করা থাকলে সেটিকে ডিএকটিভ করে নিতে হবে এবং রবির iBuddy এপপ থাকলে সেখান থেকে ডিরেজিস্টেশন করে এপপ টি সেট থেকে আন ইন্সটল করে নিতে হবে না হলে কাজ করবে না।

  • >Psiphon3 এপপটি ইন্সটল করে নিন। এবার চালু করুন
  • > একটি কনফিগারেশন মেনু আসবে। এখানে Proxy Type ঘরে REAL PROXY অপশনটি নির্বাচন করে নিন।

  • > আর প্রোক্সি সার্ভারে নিচের ঠিকানাটি কপি পেস্ট করে নিন:
  • http://robi.fonepass.mobi/view/redirect.html?
  • > এবার ওকে বাটনে প্রেস করুন।
  • > দেখবেন আপনাকে একটা পপ আপ শো করাচ্ছে।
  • “Tunnel In Whole Deviec!!”
  • আরামছে ” TUNNEL WHOLE DEVICE ” এ ক্লিক করেন।
  • > এইবার দেখবেন নোটিফিকেশন বার এ “connecting” দেখাচ্ছে।

 

 

> নন রুট ব্যবহার কারী দের প্রথম প্রথম একটু সমস্যা হবে। যেমন কিছুক্ষণ পর পর নেট ডিসকানেক্ট হওয়া, রিডাইরেক্ট হওয়া, অনেক সময় নেওয়া কানেক্ট হতে ইত্যাদি!

এর জন্য আপনাকে Psiphon3 এপপ এর অপশন ট্যাবে যেতে হবে

এবার সার্ভার লিস্ট থেকে প্রত্যেকটি সার্ভার টেস্ট করে নিন। মানে যে সার্ভারে আপনার কানেক্ট হবে এবং নিরবিচ্ছিন্ন কানেক্ট হবে সেটিকেই নির্বাচন করুন। মূলত জাপান ও নেদারল্যান্ড ভালো কাজ করবে।

> কানেক্ট হয়ে গেলে এবার নিশ্চিন্তে ব্যবহার করুন। ইউটিউব, গুগল প্লে স্টোর এবং ডাউনলোড শুরু করে দিন।

বি:দ্র: রুটেট ব্যবহারকারীদের ওই সার্ভার সিলেক্ট এবং অটো ডিসকানেক্ট এর ঝামেলা পোহাতে হবে না।

কম্পিউটারের জন্যঃ

কম্পিউটারে মূলত ৩ ভাবে এই রবির ফ্রি নেট চালানো যাবে। সবগুলোই এক এক করে দেখাচ্ছি:

সাধারণ নিয়মঃ

পিসিতে রবি নেট কানেক্ট করে নিন।

> এবার psiphon3 এর পিসি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন:

https://www.psiphon3.com/en/download.html

> সার্ভার লিস্ট থেকে Japan সিলেক্ট করুন

> এবার কানেক্ট হলে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন।

টুলস > অপশন > এডভান্সড> কানেক্টশন>অপশন এ যান

>  নিচের মতো করে সেটিং করে নিন

প্রোস্কি সার্ভার দিবেন এইটা http://robi.fonepass.mobi/view/redirect.html? আর পোর্ট দিবেন ৮০

> কানেক্টটেড হলে আরমসে ব্রাউজিং ও ডাউনলোডিং শুরু করুন।

> আর কানেক্টটেড না হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।

 

জটিল পদ্ধতিঃ

এবার উপরের পদ্ধতিতে কাজ হলে এটা ট্রাই করে দেখুন:

> এই এপপটি ডাউনলোড করে ইন্সটল দিন:

https://uplod.ws/n872khnxlwm6

> চালু করে প্রোক্সি টাইপ রিয়েল হোষ্ট আর টিউনি সার্ভারে ওই লিংকটি কপি পেষ্ট করুন। আর নেট কানেক্টটেড হলে আরামসে চালাতে থাকুন! আর এই পদ্ধতিতেও কাজ না হলে নিচের শেষ পদ্ধতিতে অনুসরন করুন।

বাইপাস পদ্ধতিঃ

এই পদ্ধতিতে নেট চালাতে হলে আপনার দরকার সেই এন্ড্রয়েড সেট যেটি দিয়ে প্রথমে এন্ড্রয়েড সেটে ফ্রি নেট চালাচ্ছেন।

> psiphone দিয়ে এন্ড্রয়েডে কানেক্ট করার পর আপনার দরকার হবে দুটি এক্সট্রা এপপ।

>> একটি পিসির জন্য: http://pdanet.co/a/

>> আরেকটি এন্ড্রয়েডের জন্য:

http://www61.zippyshare.com/v/uPGBWv02/file.html

(ডাউনলোড করে রাখুন তবে সেটে ইন্সটল করবেন না)

> পিসিতে পিডিএ নেট সফটওয়্যারটি ইন্সটল দিয়ে আপনার এন্ড্রয়েড সেটটির USB Debug মোডটি চালু করে নিন।

> আপনার সেটে একসেস চাইলে একসেস ওকে করে দিন।

> এবার দেখুন আপনার সেটে একটি এপপ ইন্সটল করা হয়েছে। সেটিকে আনইন্সটল দিন। এবার আগে ডাউনলোড করা সফটওয়্যার (পিডিএ) টি এন্ড্রয়েডে ইন্সটল করুন এবং চালু করুন।

> এখানে কয়েকটি অপশন আছে।

USB Tether অপশনে ক্লিক করুন যদি আপনি ক্যাবল দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে চান অথবা Bluetooth Server অপশনে ক্লিক করুন যদি বুটুথ দিয়ে নেট চালাতে চান কিংবা ওয়াইফাই দিয়ে আপনার বাসার যাবতীয় ডিভাইসগুলোকে চালানো জন্য Activate WiFi Hotspot অপশনে ক্লিক করুন।

> USB ক্যাবল দিয়ে আপনি কানেক্ট করার পর পিডিএ এর পিসি এপপ এ গিয়ে Connect Internet (USB) অপশনে ক্লিক করলেই এন্ড্রয়েড এর ক্যাবলের মাধ্যমে আপনার পিসিতে রবির ফ্রি নেট চালু হয়ে যাবে। এই পদ্ধতিতে পিসিতে আলাদা করে কোনো প্রকার প্রক্সি সেটিং করতে হয় না। তো, এই পদ্ধতিতে ফুল স্পিডে ফ্রি নেট চালাতে থাকুন। আর রবি এই পদ্ধতি সহজে অফফ করবে না, তাই আরমসে ফ্রি নেট ব্যবহার করতে থাকুন।

ধন্যবাদ

8 COMMENTS

  1. Мы предоставляем услуги Строительство домов из Бруса под Ключ в Алматы, обеспечивая полный цикл работ от проектирования до завершения строительства. Наша команда опытных специалистов гарантирует высокое качество строительства и индивидуальный подход к каждому клиенту. Работаем с современными технологиями и материалами, чтобы создать дом вашей мечты в соответствии с вашими потребностями и ожиданиями.

  2. Aviator Spribe играть по стратегии
    Добро пожаловать в захватывающий мир авиаторов! Aviator – это увлекательная игра, которая позволит вам окунуться в атмосферу боевых действий на небе. Необычные графика и захватывающий сюжет сделают ваше путешествие по воздуху неповторимым.
    Aviator Spribe как играть

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here