Life Hacks [পর্ব-০৪] :: আঙ্গুলের ঠোকায় জ্বল্ববে ম্যাচের কাঠি, (বিঃ দ্রঃ শিশুদের জন্য নহে)

11
427

আসসালামু-আলাইকুম,আমি এম.সাদেকুর রহমান নাহিদ। কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সহজ ছোট্ট ট্রিক্স। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও বিনোদন দিবে এই ট্রিক্সটি। আসুন শুরু করা যাক, যা লাগবে…

ক) একটি ম্যাচ

খ) রোল ক্যাপস (খেলনা পিস্তলের বারুদ, ছবি দেখলে বুঝবেন)

শুরুতে রোল ক্যাপস থেকে বারুদ বের করে নিন, নিচের চিত্রের মত করে…(অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে)

আঙুলের ঠোকায় জ্বলবে ম্যাচের কাঠি

 

এবার কিছু পানি দিয়ে ম্যাচের কাঠি ভিজিয়ে আপনার বের করা বারুদ ম্যাচের কাঠিতে লাগিয়ে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন(সকল কাজ সাবধানে করবেন, আগুন বা কাপড় বা উদ্বায়ী পদার্থের কাছে রাখবেন না)

আঙুলের ঠোকায় জ্বলবে ম্যাচের কাঠি

খুব সহজ ব্যাপার, এখন আপনার আঙ্গুলের ঠোকায় জ্বল্ববে ম্যাচের কাঠিগুলো।এই কাঠিগুলো জ্বলবে যেকোন পৃষ্ঠে, এমন কি আপনার মোবাইল স্ক্রীনেও। ভিডিওটির মত হবে ভিডিওটি দেখুন-

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন।

[বিঃ দ্রঃ এই টিউটেরিয়াল শুধুমাত্র Science experiment  ও বিনোদন  এর জন্য তৈরি। বাড়িতে করার চেষ্টা করবেন না। কোন দূর্ঘটনায় Author দায়ী থাকবেনা]

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here