Life Hacks [পর্ব-০৬] :: প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন অসাধারন ৪টি প্রয়োজনীয় জিনিস (না জানলে অবাক হবেন)

10
477

 

আসসালামু-আলাইকুম, আমি এম. সাদেকুর রহমান নাহিদ। কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

আমরা প্রতিদিনই কোন না কোন কাজে প্লাস্টিক বোতল ব্যবহার করি, দু-একটা বোতল কিছু কাজে ব্যবহার করি, বাকিগুলো ফেলে দেই বা নষ্ট করি। আসুন আজ আপনাদের দেখাবো কিভাবে পুরাতন প্লাস্টিক বোতল পুনঃব্যবহার করবেন। আজকে ৪টি ব্যবহার দেখবো, পরবর্তীতে বোতলের আরও ব্যবহার দেখাবো, ইনশাআল্লাহ।

১- প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন, আপনার মূল্যবান সিম রাখার পট, আপনি অন্যান্য ছোট প্রয়োজনীয় বস্তুও রাখতে পারেন…

প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন সিম রাখার পট

২-প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন চামুচ। চিনি, লবন, হলুদ বা মরিচ গুড়া তুলতে কাজে দিবে চামুচটি…

প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন চামুচ

৩-প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন গ্লাস, অনেক কাজে দিবে আশা রাখি…

প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন গ্লাস

৪- প্লাস্টিক বোতল দিয়ে বানিয়ে নিন মোম স্টান্ড, লোডশেডিং বা মোম জ্বালাতে কাজে লাগবে…

plastic bottle candle stand

 

এই সব প্রয়োজনীয় জিনিস কিভাবে বানাবেন, নিচের ভিডিওটি দেখুন-

[youtube https://www.youtube.com/watch?v=ELGPvXCHhKc?feature=oembed]

আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন।

আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here