ফেসবুক আপডেট হচ্ছে। যারা ফেসবুক ব্যবহার করেন, তারা দেখুন মাষ্ট

23
555

গত ২ দিন থেকে ফেসবুক আপডেটের কাজ চলতেছে। ফেসবুকের ফেক আইডিগুলো দমন করার লক্ষে ফেসবুক কর্তৃপক্ষ অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে।

তাই এখন মিনিটে মিনিটে ফেসবুক আইডি নষ্ট হচ্ছে। পাশাপাশি ফেসবুক পেইজের লাইকও অনেক কমে যাচ্ছে। (আমার পেইজের লাইক ১ রাতে ১৫ হাজার কমে গেছে) এর কারণ হচ্ছে যেই আইডিগুলো নষ্ট করা হচ্ছে সেগুলো পেইজ থেকে বাদ দেওয়া হচ্ছে,যার ফলে লাইক কমতেছে।

 

এ ছাড়াও এখন অপেরামিনি দিয়ে ফেসবুক পেইজে ঢুকলে পেইজের পোষ্টগুলো দেখা যাচ্ছেনা। ফেসবুক এপস দিয়ে দেখা যায়।

 

আবার অনেকের আইডি বার বার লগ আউট হচভহে এবং টেম্পোরারি লকে পরে যাচ্ছে। যা ঠিক করতে মোবাইল নাম্বার চাচ্ছে। আইডিতে যদি মোবাইল নাম্বার এড না থাকে, তাহলে ন্যাশনাল ভোটার আইডি কার্ড দিয়ে আইডি ফিরিয়ে আনতে হচ্ছে।

 

অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে খুবই চিন্তায় পরে আছে। এর জন্য চিন্তার কোনো কারণ নেই। এরকম ২-৩ দিন চলবে,তারপর সব আবার আগেরমতো হয়ে যাবে।

 

এক্ষেত্রে আপনার করনীয়ঃ


১.ফেসবুক আইডিতে অবশ্যই নাম্বার এড করে রাখুন।

২.ফেসবুক আইডিতে রিয়েল নাম এবং জন্মসাল দিন।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here