Super Faster|আপনার কম্পিউটারকে আরো গতিময় করুন…

23
313

বন্ধুরা, কম্পিউটার স্লো হয়ে যাওয়া বা হ্যাং করা খুবই কমন সমস্যা কিন্তু আপনি কি জানেন আপনার কম্পিউটার কেন স্লো হয়ে যায়??  উইন্ডোস সেটআপ দেয়ার পর কম্পিউটার অনেক ফাস্ট থাকে কিন্তু দিন যত যায় পিসি তত স্লো হতে থাকে কারণ কম্পিউটার এ অনেক অপ্রয়োজনীয় ফাইল প্রতিদিন জমা হয়।

আর এই ফাইলগুলি জমা হতে হতে একসময় তা কম্পিউটার কে স্লো করে ফেলে। কিন্তু এই ফাইলগুলা কিভাবে মুছে দিতে হয় তা কি আমরা সবাই জানি? এই জন্যই আজকের এই টিউনটি করা। কম্পিউটার কে আরো গতিময় করতে যা যা করা লাগলে এ নিয়ে আমি ৭টি টিপস দিবো আশা করি এইগুলা কেও follow করলে তার কম্পিউটার সুপার ফাস্ট কাজ করবে।

  • স্টেপঃ১ ডিস্ক ক্লিন আপ। এর মাধ্যমে আননেসেসারি ফাইলগুলাকে ক্লিন করতে পারবেন
  • স্টেপঃ২ টাস্ক ম্যানেজার থেকে অপ্রয়োজনীয় ফাইল ডিসএবল করে দিবেন যেইগুলা আপনার প্রয়োজন নেই।
  • স্টেপঃ৩ ডিফ্রেগমেন্ট থেকে সবগুলা ড্রাইভকে অপ্টিমাইজ করবেন
  • স্টেপঃ৪ পাওয়ার অপসন থেকে পাওয়ার হাই পার্ফমেন্স করবেন
  • স্টেপঃ৫ রেজিস্ট্রি এডিটর থেকে মাউস হোভার টাইম ও ডেস্কটপ মেনু ডিলে ১০ এ রাখবেন
  • স্টেপঃ৬ রান থেকে recent, %টেম্প% এবং Prefetch গুলা শিফট ডিলেট করবেন
  • স্টেপঃ৭ সিস্টেম কনফিগারেশন থেকে বুট অপসন এ গিয়ে ফুল মেমোরিতে ৩০ কে ৩ করে দিবেন

এই কাজগুলা করলে আশাকরি আপনার কম্পিউটার সুপার ফাস্ট হবে বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ

[youtube https://www.youtube.com/watch?v=giV-SyC1Sfs?feature=oembed]

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here