বাড়িয়ে নিন আপনার ব্রডব্যান্ড স্পীড advanced IP scanner দিয়ে।

8
472

আমি জানি না এটা নিয়ে আগে কেও পোস্ট করেছেন কিনা, যদি করে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি।

ধরুন আমি ব্যবহার করি ৫১২ কেবিপিএস এর লাইন। এতে আমি ডাউনলোড (ইউটিউব বা গুগোল রিলেটেড সব ছাড়া) স্পীড পাই মাত্র ৬০ কেবি এর জন্য আমাকে মাসে দিতে হয় ৫০০-৬০০ টাকা । অন্যদিকে আমার বন্ধু ইউজ করে ১ এমবিপিএস এর লাইন যে স্পীড পায় ১৩০ কেবিপিএস যার জন্য তাকে মাসে দিতে হয় ৭০০-৮০০ টাকা।

আমি যেহেতু কম টাকা দিচ্ছি স্পীডও কম পাচ্ছি অন্য দিকে আমার বন্ধু বেশি টাকা দিচ্ছে বলে বেশি স্পীড পাচ্ছে।

কিন্তু এমন যদি হয় আমি ৫০০ টাকাই দিলাম কিন্তু স্পীড পেলাম ৭০০ টাকার তবে কেমনে হয়?

জি এ সম্ভব। আর তাই আজ আপনাদের সামনে এসেছি advanced IP scanner নিয়ে।

এটি এমন একটি এপস যার সাহায্যে আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট স্পীড খুব সহজেই।

প্রশ্ন আসতে পারে, এ কি করে সম্ভব?

উত্তর টা সহজ। আমরা যারা ব্রডব্যান্ড ইউজার তাদের কে একটি আইপি এড্রেস দেওয়া হয়। যে এড্রেসে নির্দিস্ট করে দেওয়া হয় আপনি বা আমি কত টুকু স্পীড পাবো।

advanced IP scanner এমন একটি ফ্রী সফটওয়্যার যা আপনাকে খুঁজে দিবে আপনি যেই প্রোভাইডরের ব্রডব্যান্ড লাইন ইউজ করছেন তার কানেকশন দেওয়া সব আইপি।

আর এই আইপি দিয়েই আপনি আপনার স্পীড বাড়াবেন।

যাই হোক এবার আসা যাক আসল কাজে।

প্রথমে আপনাকে এখান থেকে advanced IP scanner ডাউনলোড দিয়ে নিতে হবে।

এরপর তা ইন্সটল করতে হবে।

এবার advanced IP scanner ওপেন করে নিচের ছবির মত দুইটি আইপি বসান।

172.16.90.0-172.16.90.254 এই আইপি দুইটির মাঝে আমার আইপিও আছে। অর্থাৎ যেই আইপি টি আপনার তার সিরিয়ালের প্রথম এবং শেষ আইপি বসাবেন।

এবার Scan এ ক্লিক করুন

এবার দেখুন অনেক গুলো আইপি এবং ম্যাক এড্রেস সিরিয়াললি দেখাচ্ছে

এখান থেকে প্রথমে যেকোন একটি ম্যাক এড্রেস কপি করে নিন এবং Network and Sharing Center> change adapter setting > local area connection এ গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।

এবার নিচের ছবির মত গিয়ে ম্যাক পরিবর্তন করুন

এবার শেষ কাজ আইপি পরিবর্তন করা। তার আগে মনে রাখবেন যেই ম্যাক টি আপনি কপি করে বসিয়েছে আপনার পিসিতে সেই ম্যাকের আইপি টিই কপি করে নিবেন। এবং ছবিতে দেখানো যায়গায় বসাবেন

এবার OK করে বের হয়ে আসুন।

এভাবে একটি একটি করে আইপি চ্যাক করে দেখতে হবে কোনটায় স্পীড বেশি আছে। অনেক প্রোভাইডর একি সিরিয়ালে নির্দিষ্ট স্পীড রাখে। অর্থাৎ 192.18.80.0 এই ৮০ সিরিয়ালে হয়ত ১ এমবি স্পীড রাখল অন্য সিরিয়ালে অন্যটি আবার অনেকে একি সিরিয়ালে সব স্পীড রাখতে পারে। আমার প্রোভাইডর যেই সিরিয়ালে ৫১২ কেবিপিএস দেয় সেই সিরিয়ালেই ৮ এমবিপিএস দেয় দেখতে পেলাম। আর আমি এখন ৫১২ কেবিপিএসের গ্রাহক হয়েও ৪ এম্বিপিএসের লাইন চালাচ্ছি 😀

বুঝতে সমস্যা হলে ভিডিও টি দেখুন। এতে আপনাদের কাছে সহজ হয়ে যাবে আর আমার ভিউয়ার বাড়বে 😀 😀

সবাইকে ধন্যবাদ

[youtube https://www.youtube.com/watch?v=rgWMJbmhvgg?feature=oembed]

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here