আকরাম-শোয়েবরা চান বাংলাদেশে আসুক পাকিস্তান

7
256

হঠাৎ করেই বাংলাদেশ সফর স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ এসে সিরিজ খেলবে না তারা। কিন্তু পিসিবির এই সিদ্ধান্তে কোনোভাবেই খুশি হতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

ওয়াসিম আকরাম, শোয়েব আখতার ও রশিদ লতিফের মতো কিংবদন্তিরা মনে করেন এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। পাকিস্তানের সরকারি টেলিভিশন পিটিভির একটি অনুষ্ঠানে এই অভিমত দিয়েছেন এই ক্রিকেটাররা।

কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মনে করেন, বাংলাদেশকে পাকিস্তানে যাওয়ার জন্য চাপ দেওয়া উচিৎ নয়। তিনি বলেন, ‘হুমকি দিয়ে ফল কখনও ভালো হয় না। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাদের দিক থেকে এটা ঠিকই আছে। পিএসএলের ফাইনালের সময় অবশ্য সবকিছু নিয়ন্ত্রণেই ছিলো। কিন্তু সবকিছুরই একটা প্রক্রিয়া আছে। বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তাদের নিমন্ত্রণ করে নিরাপত্তার বিষয়টি বোঝানো যেতে পারে। আমাদের একটি করে ধাপ পেরোতে হবে।’

আকরামের সাথে শোয়েব আখতারও একমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান বাংলাদেশকে বেশি চাপ দিলে ওরা হয়তো ‘এ’ দল পাঠিয়ে দেবে। তাতে আমাদের ক্ষতি আরও বেশি। এর থেকে ওখানে (বাংলাদেশে) টেস্ট জিতলে আমাদের জন্য ভালোই হবে। ওয়ানডে সিরিজেও একই বিষয়। তবে এটা মনে রাখতে হবে, সেখানে বাংলাদেশ আমাদের কঠিন সময়ই উপহার দেবে। এটা ঠিক যে পাকিস্তান অতীতে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে সাহায্য করেছে। এখন তাদেরও এর প্রতিদান দেওয়ার সময় এসেছে। পাকিস্তানের ক্রিকেটের কঠিন সময় যাচ্ছে এখন। কিন্তু এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ এখন সমীহ করার মতো দল।’

রশিদ লতিফ মনে করেন, বাংলাদেশ সফর বাতিল করাটা পাকিস্তানের জন্য ভালো কিছু নিয়ে আসবে না। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার পরও ইংল্যান্ড সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। কিন্তু আমরা কি এটা রাজনৈতিক কারণে করছি? ১৭ বছর ধরে ভারত-পাকিস্তান ক্রিকেট হচ্ছে না। এ রকম আরেকটা ব্যাপার কি ঘটতে যাচ্ছে? ভারতের মতো আরেকটা ঘটনা সমর্থকরা দেখতে চায় না। কারণ, বাংলাদেশ এখন খুব ভালো একটি দল।’

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here