আইফোন ৭ এর নতুন ভার্শন আইফোন রেড যা প্রতিরোধ করবে এইডস (অসাধারণ ফিচার)

12
290

আইফোন ৭ এর নতুন ভার্শন আইফোন রেড যা প্রতিরোধ করবে এইডস (অসাধারণ ফিচার)

 

আইফোন ৭ রেড নিয়ে মাতামাতি ছিলো আইফোন প্রেমিদের মাঝে।তাই এটি নিয়ে ভরে গিয়েছে বিভিন্ন নিউজ।এই আইফোন প্রতিরোধ করবে এইডস।বিশ্ব এইডস দিবস উপলক্ষে এইডস সচেতনতা বাড়াতে এর আগে অ্যাপ স্টোর এবং এর শীর্ষস্থানীয় অ্যাপগুলোর রঙ পরিবর্তন করে লাল করেছে অ্যাপল।অ্যাপল স্মার্টফোনের গায়ের রং গাঢ় ‘রেড ওয়াইন’। এই রংয়ের স্মার্টফোন অন্তত অ্যাপলে খুব একটা দেখা যায়নি।অ্যাপলে এই নতুন সংস্করণের ৩২ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবির তিন ধরনের মেমরি রয়েছে।

তথ্যসূত্রঃ

আইফোন ৭-র জন্য এবং আইফোন-৭ প্লাস ডিসপ্লের এই দুই ফোনেই থাকছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা। ৮২ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনের দাম। তবে সব গুনগুন ছাপিয়ে নতুন বিশেষ এই আইফোনটি বিশেষ একটি কারণে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই আইফোনটি কিনে ভূমিকা রাখা যাবে এইডস প্রতিরোধে।
এইডস মোকাবেলায় কাজ করা সংস্থা প্রোডাক্ট রেড নামের একটি সংস্থার মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে এইচআইভি আক্রান্ত মানুষের কাউন্সেলিং, ওষুধপত্র বিতরণ, মেডিক্যাল পরীক্ষায় অবদান রাখবে আইফোন ৭। ইতিমধ্যে ১৩ কোটি ডলার অনুদান হিসেবে দেয়া হয়েছে প্রোডাক্ট রেডকে। এইডস প্রতিরোধে আইফোন ৭ এর এভাবে এগিয়ে আসাটা ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।-আনন্দবাজার
আইফোন ৭ রেড হার্ডওয়্যার আইফোন ৭ ও ৭ প্লাস এর মতই

আইফোন ৭ রেড স্পেসিফিকেশন

  • ৪.৭ ইঞ্চি (৩২৬ পিপিআই, ৭৫০x১৩৩৪ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন, থ্রিডি টাচ (বিভিন্ন মাত্রায় চাপ দিলে স্ক্রিন ও হোম বাটন আলাদা আলাদা প্রকার কাজ করতে পারবে)
  • কোয়াড কোর সিপিইউ, অ্যাপল এ১০ ফিউশন চিপসেট
  • ২জিবি র‍্যাম, ৩২/১২৮/২৫৬ জিবি স্টোরেজ
  • মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৭ মেগাপিক্সেল
  • ডুয়াল স্পিকার, ন্যানো সিম
  • ব্যাটারি ব্যাকআপঃ ১৪ ঘণ্টা পর্যন্ত টকটাইম, মিউজিক প্লেব্যাক টাইম ৪০ ঘণ্টা পর্যন্ত
  • দামঃ ৩২জিবি ৬৪৯ ডলার, ১২৮জিবি ৭৪৯ ডলার এবং ২৫৬জিবি ৮৪৯ ডলার

আইফোন রেড,৭ ও ৭+ সম্পর্কে জানুন প্রথমবারের মতো বাংলা রিভিউ ভিডিওতে।যাতে জানতে পারবেন এটি সম্পর্কে সম্পূর্ণ এবং ৩ ডি তে দেখতে কেমন এটি।ভিডিও টি দেখুন নিন্মের লিঙ্ক থেকেঃ

আইফোন রেড,৭, ও ৭+ বাংলা রিভিউ ভিডিও

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here