অাল্লামা দেলোয়ার হোসেন সাঈদির উল্লেখযোগ্য কিছু কৃতিত্ব​

24
384

১.  সারা‬ বিশ্বের ৫ জন লোক কাবা শরিফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে,তম্মদ্ধে অাল্লামা দেলওয়ার হোসেন সাঈদি সাহেব একজন।”” ,

২. আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা’তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিল

৩. আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরানের তাফসির মাহফিল করেছেন।

৪. আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতিবছরপবিত্র হজ্ব পালন করেছেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমুখেয়েছিলেন।

৫. সৌদিবাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবাঘরের ভিতরে প্রবেশ করেছিলেন।»»

৬. একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা একহাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন।

সবাৱ প্ৰিয় কোরঅানের পাখিটি আজ প্রহসনের বিচারের নামে জালিমের কারাগারে বন্দী !!

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here