মহাশূন্যে ভূতুড়ে শব্দ!

24
335
মহাশূন্যে ভূতুড়ে শব্দ!

মহাশূন্যে শব্দ শোনা যায় না। তাই সেখানে পরস্পরের সঙ্গে মুখে শব্দ করে মনের কথা বিনিময় করা যায় না। শব্দ এক স্থান থেকে আরেক স্থানে যাবার জন্য প্রয়োজন হয় মাধ্যম। এই মাধ্যম দিয়েই শব্দ চলাচল করে। মানুষের কানের গঠন এমন যে, কোনো মাধ্যম দিয়ে আসা শব্দ তরঙ্গ ভেতরে প্রবেশ করে মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি। মহাশুন্যে শব্দের কোনো বাহক না থাকায় মানুষকে ইশারায় ভাব বিনিময় করতে হয়। সেখানে শব্দ তৈরী হতে পারে না। আর সেখান থেকে শব্দ আসার কোনো যুক্তিও নেই।

 

কিন্তু নাসার বিজ্ঞানীরা মহাশুন্যে কিছু অদ্ভুত শব্দের সন্ধান পেয়েছেন। মোট নয়টি শব্দ তারা যন্ত্র দিয়ে ধরতে সক্ষম হয়েছেন। শব্দগুলোকে তারা ‘গা ছম ছম করা’ বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, শব্দগুলো এত অদ্ভুত যে, কেউ শুনলে তার মনে অন্যরকম একটা ভয়ের অনুভূতি তৈরী হবে।

 

শব্দগুলো কিসের সেটি নিয়ে চলছে গবেষণা। কিন্তু এখনো কিনারা করা সম্ভব হয়নি। কেউ কেউ এই শব্দগুলোকে ‘এলিয়েনদের’ বা ভীনগ্রহের প্রাণীদের শব্দ বলেছেন। কিন্তু অকাট্ট প্রমাণ না থাকায় সেটিও গ্রহণযোগ্য হয়নি। নাসার বিজ্ঞানীরা যে শব্দগুলো পেয়েছেন সেগুলো সৌরজগতের একাধিক গ্রহ থেকে আসা।

 

তারা বলছেন, শব্দগুলোর উত্স নিয়ে ব্যাপক গবেষণার প্রয়োজন আছে। -সিএনএন

ইত্তেফাক/নূহু

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here