জাপানের অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ

9
281
জাপানের অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ
বিশ্বের বিভিন্ন অবস্থান সনাক্ত প্রক্রিয়া আরো নির্ভুল করার লক্ষ্যে জাপান বৃহস্পতিবার একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ধারণা করা হচ্ছে, অত্যাধুনিক এই স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের পরিচালিত জিপিএস সিস্টেমকে আরো সম্পূর্ণ করে তুলবে।
জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে ‘মিচিবিকি-২’ স্যাটেলাইট বহন করা এইচ-আইআইএ রকেট উৎক্ষেপণ করা হয়। জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন সংস্থা প্রদর্শিত ভিডিও ফুটেজে এ উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়।
প্রাথমিকভাবে মার্কিন সামরিক বাহিনীর জন্যে তৈরি করা হলেও, স্যাটেলাইট জিওলোকেশন সিস্টেম এখন সাধারণ নাগরিকরাও ব্যবহার করছে। গাড়ির অবস্থান জানা থেকে শুরু করে মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিংয়েও এটি ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, এ সার্ভিসের জন্য ২০১০ সালে কক্ষপথে প্রথম স্যাটেলাইট স্থাপন করা হয়। আরো ব্যাপক পরিসরে এ সার্ভিস পেতে ২০১৮ সালের মার্চ মাস নাগাদ জাপান তাদের তৃতীয় ও চতুর্থ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here