জিপি ফ্রি নেট আনলিমিটেড এবং ২৫০-৩০০+ kb/s স্পিডে।[6June,2017] 6/2017

23
2612

যাদের webtunnel ১৫০ এমবি ইউস করার পর কোন ভাবেই ফ্রি চালাতে পারেন না বা চললেও ডিসকানেক্ট প্রব্লেম হয় বা ইউসি হ্যান্ডলার দদিয়ে সমস্যা তাদের জন্যই এইটা কাজ করবে।

তবে স্পিড ততটা ভালো নয়।মোটামুটি ২৫০-৩০০+উঠে ভালোই।যেহেতু নাই মামার চেয়ে কানা মামা ভালো। সেহেতু স্পিড মানিয়ে নিতে হবে।যদি পারেন তবেই পোস্ট পরেন নয়তো অনুগ্রহ করে বেড়িয়ে যান।

দুঃখিত অনেক সময় ব্যয় করলাম।আমার ফোনের সময় বাড়ছে, চার্জ কমছে।আমি কাজ করছি।এর চেয়ে বড় আর কোন প্রমান দিতে পারবো না।

শুরু কর যাক তাহলেঃ-


প্রথমে দয়া করে সিমে কোন এম্বি বা টাকা থাকলে সব শেষ করে ফেলুন।

*5000*0*4*3# dial করুন( ইন্টারনেট সার্ভিস অফ)।
তারপর ইজি নেট চাকু করতে *5000*55# dial করুন।প্লে স্টোর থেকে সার্চ করে stark vpn নামান।

Download NOW

১)প্রথমে stark vpn এ ঢুকি
২) সার্ভার সিলেক্ট করি।যখন যেটা ভালো (server 9 ভালোই দেখলাম)




৩)Tweaks এ ক্লিক করে Custom সিলেক্ট করি।
৪) TWEAKS এর পাশে Custom বাটনে ক্লিক করি
৫) নিচের মতো এডিট করি।
৬)Select connection mode এ HTTP দেই
৭)server port এ 80 দিয়ে ok. ক্লিক করি

৮)host header এর মধ্যে redirection.gpeasynet.com এটা ওকে দেই

৯)select header line এর মধ্যে Multiline সিলেক্ট করে ওকে দেই।
১০)বেক করে এসে কানেক্ট দিচ্ছি।




ব্যাস এটুকুই এইবার চালাতে থাকুন।না চললে ভদ্রভাবে বলুন। চেষ্টা করবো সমাধানের।

দেখুন প্রমান।ঘড়ির সময় দেখে দেখে প্রমান্টা মিলাতে পারেন।তারপর ও যদি আপনার কাজ না হয়। তাহলে সেটাতে টিউনার দায়বদ্ধ কেন???আমরা গালি শুনবো কেনো???

প্রমানঃ-
ফোনের স্পিড আর সময় দেখুন।তারপর বিশ্বাস করুন।




ডিসকানেক্ট হয়েছে আবার পুনরায় কানেক্ট দিলাম।



আবার ফেসবুক লাইট নামাচ্ছিলাম।


আমার মনে হয়না আমার চেয়ে সহজ এতো স্কিনশট দিয়ে এএইভাবে বুঝিয়ে, প্রমান দিয়ে কেউ পোস্ট করেছে।তাও যদি আপনার না চলে।দয়া করে জানাবেন।
পোস্ট টার পিছনে খুব সময় কষ্ট দিলাম।প্রমান দিলাম।
তবুও কিছু ভাইয়েরা গালির ভাষা ব্যবহার করলে কি আর করার।তারা পাপ কামাই করবে, আর আমরা গালি হজম করতে বাধ্য হবো এটুকুই।

যেদিন এই ফ্রিনেট ট্রিকটা বন্ধ হয়ে যাবে সেদিন জানিয়ে দিবো ইনশাআল্লাহ।


23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here