ইন্টেল কোর আই-৯ প্রসেসর বাজারে আসছে কনফিগারেশন দেখে নিন আর কেনার জন্য টাকা প্রস্তুত রাখুন।

25
586

আমরা প্রতিদিন প্রযুক্তির উপর দিন দিন নির্ভরশীল হয়ে উঠছি। নতুন নতুন জিনিস আমাদের জীবনকে করেছে আরো উৎফুল্ল । তারই ধারাবাহিকতায় জীবনকে আরো সহজ করতে ইন্টেল বাজারে নিয়ে এলো তাদের নতুন পণ্য । ওয়ার্ল্ড এর মোস্ট পাওয়ারফুল প্রসেসর এখন হাতের নাগালে। ইন্টেল তাদের নতুন কোর-এক্স সিরিজ উচ্চ গতি সম্পন্ন চিপসেট বের করতে যাচ্ছে যা কোর আই-৯ নাম পরিচিত ।

এটি সর্বপ্রথম ১৮ কোর  দ্বারা প্রসেসর নির্মিত । এটি বর্তমানে ৭ম জেনারেশন কোর আই৫ এবং কোর আই ৭ প্রসেসর থেকে ৪ গুন বেশি দ্রুত পারফরমেন্স দিবে এই প্রসেসরটি । ইন্টেল সাধারণত এক্সট্রিম উজারদের কথা চিন্তা করে এই প্রসেসরটি বানিয়েছে । অগাস্ট মাস হতে পাওয়া যাবে এই প্রসেসরটি । তবে কোর আই ৯ এর দাম প্রাথমিক দাম ধরা হয়েছে ১,৯৯৯ ডলার । এই প্রসেসরটি যা যা করতে পারবে তা হল  ভিআর ভিডিও এডিটিং, গেম লাইভ স্ট্রিমিং, হাই ৩ডি এডিটিং ইত্যাদি ।

বাংলাদেশে কবে থেকে প্রসেসরটি পাওয়া যাবে তা জানা যায়নি । তবে আশা করা যায় অতি শীঘ্রহি তা বাজারে চলে আসবে।যা যা থাকবে এই কোর আই ৯ এর ভিতর তা দেওয়া হল।

Configuration
base clock speeds of 3.3GHz.
reaching up to 4.3GHz.
dual-core speeds with Turbo Boost 2.0
4.5GHz with Turbo Boost 3.0
Bus Speed 8 GT/s DMI3.
Cache 13.75 MB L3.

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here