মেমরি নষ্ট হয়েছে নতুন মেমরি না কিনে ঠিক করুন ! কিভাবে আপনার নষ্ট হয়ে যাওয়া মেমরিটি ঠিক করে ফেলবেন ??

9
2260

আসসালামু আলাইকুম, আমি এ.আই শাওন আহমেদ,

সবাই কেমন আচ্ছেন ? আশা করি সবাই ভালো আছেন যেহেতু সম্প্রীতি ইদ উদযাপন করলেন সবাই । আমি আলহামদুলিলাহ ভালো আছি আপনাদের দোয়ায় । তো আজকে আপনাদের কাছে একটি জরুরি বিষয়ই নিয়ে আলোচনা করব। বর্তমানে আমরা সবাই টেকনোলোজি ব্যাবহার করি সবসময় সবার সাথে ডাটা বা তথ্য শেয়ার করি। এই তথ্য শেয়ার করতে আমরা ব্যবহার করি মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যাবহার করি। ডাটা মজুদ রাখতে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন Storage Divice(জমাকারী যন্ত্র) ।

কয়েকটি উদাহরণ হচ্ছে ঃ হার্ড ডিস্ক, পেন ড্রাইভ , মেমরি কার্ড , ইত্যাদি ।

আমার সাধারণত সহজেই এক স্থান থেকে অন্য স্থানে ডাটা (গান,মুভি,ছবি)  নিয়ে যেতে পেন ড্রাইভ , মেমরি কার্ড ব্যবহার করি।

যেহেতু এই গুলোর ব্যাবহার হয় খুব বেশি তাই যে কোন সময় নষ্ট হতে পারে। অনেকেই ভাবি হয়ত এই গুলো আর ঠিক করা যায় না তাই ফেলে দেই , নতুন কিনেও ফেলি!

কিন্ত না টেকনোলোজির এই যুগে আসলেই অনেক কিছু করা যাই , যা আমরা জানি না। আসলে এতে আপনাদের দোষ না , আপনারা বাংলায় জানার জন্য ওই রকম প্লাটফরম পাছেন না তাই তো।

এর জন্য আই টি ডক্টর ২৪.কম রয়েছে আপনাদের পাশে সব সময় । বাঙালি টেকনোলোজি জানবেই (বিঃ যুগের সাথে তাল মিলাতে হবে আর এখন তো টেকনোলোজির যুগ)

কাজের কথাই আসি! এখন নষ্ট মেমরি ঠিক করব ! টাকা অপচয় কমাব বা টাকা বাঁচাব । এটাকে আবার কিপটামি ভাইবেন না।

তো নষ্ট মেমরি যা আছে বের করেন!

যা যা লাগবে। একটি কম্পিউটার, নষ্ট মেমরি , উইন্ডোজ অপারেটিং সিস্টেম , কার্ড রিডার।

সফটওয়্যার দিয়েও করা যাই ওই টা আর এক পোস্ট এ বলবো ইনশাআল্লাহ।

এখন কার্ড রিডার এ মেমরি ঢুকিয়ে কম্পিউটার এর USB পোর্ট এ লাগান।

মেমরি Computer option এ দেখাতেও পারে আবার কারো দেখাতে নাও পারে । কারো আবার মেমরি সাইজ দেখাবে না।

Window menu থেকে cmd.exe বের করুন। এবং Run as Administrator এ click করুন।

এখন cmd মেনু ওপেন হবে।

১.diskpart লিখুন।

২.আবার লিখুন list disk

৩.এখন ডিস্ক এর লিস্ট চলে আসবে ।

select disk number 1 অথবা 2 আপনার মেমরি যেই ডিস্কে থাকবে ওই নাম্বার হবে।

৪.clean লিখুন।

৫.create partition praimary শেষ।

আপনার মেমরি ঠিক হয়ে গেছে।

যদি না বুঝে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও গিয়ে দেখে আসুন।

ধন্যবাদ আই টি ডক্টর ২৪.কম এর সাথে থাকুন।

মোবাইলের ম্যাসেজ মেমরিতে বা অন্য মোবাইলে ট্রান্সফার করুন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here