আপনার পিসিতে জিপি এর ফ্রীনেট চালান কোনো ডিসকানেক্ট জামেলা ছাড়া ফ্রী চলবে

26
610

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।

জিপি ইজিনেটের মহা উৎসবে আপনাদের স্বাগতম

কথা বাড়াবো না সরাসরি পোষ্টে চলে যাচ্ছি….

পিসিতে EasyTether দ্বারা USB এর মাধ্যমে Http Injector অথবা KPN Tunnel দিয়ে ফ্রি নেট চালান।
অনেকেই PdaNet দিয়ে পিসিতে ফ্রি নেট চালিয়েছেন কিন্তু এইটা মাঝে মাঝে Disconnect হয়ে যায় আবার অনেকের চলে নাহ বা Connect হয় নাহ তাই আজ নিজে আসলাম EasyTether নামের নতুন এক সফটওয়্যার। আশা করি এইটাতে কারো প্রব্লেম করবেনা। যতদিন Easynet চলবে ততদিন পর্যন্ত এই ট্রিক্স এর মেয়াদ।
যাদের মোবাইলে Http Injector বা KPN Tunnel অথবা অন্যান্য VPN চলে তারা পিসিতে USB দিয়ে ফ্রি নেট চালানোর জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
যা যা করতে হবে:

১। প্রথমে মোবাইলে Http Injector অথবা KPN Tunnel কানেক্ট করতে হবে।

২। পিসির সাথে মোবাইল USB এর দ্বারা connect করুন।

৩। মোবাইলের Setting>Advanced Setting>Developer Option থেকে USB DEBUGGING অন করুন।

৪। এই লিংক থেকে EasyTether Pro apk মোবাইলে ডাউনলোড ও ইন্সটল করুন (156kb)
>>> EasyTeather Pro.apk

৫। তারপর এই লিংক থেকে EasyThether.exe সফটওয়্যার টি ডাউনলোড করুন
(5.84mb)
>>> EasyThether.exe

৬। ডাউনলোড করা EasyTether.exe সফটওয়্যারটি USB এর মাধ্যমে পিসিতে পাঠান তারপর ইন্সটল করুন।

৭। তারপর পিসি থেকে EasyTether সফটওয়্যারটিতে ডবল ক্লিক করুন।(দেখবেন টাস্কবারে মিনিমাইজ করে আছে)

৮। মোবাইলের Easytether Pro App টি ওপেন করুন দেখবেন প্রথমে USB লেখা আছে ওইটা On করুন।

৯। পিসিতে টাস্কবারে মিনিমাইজ করা EasyTether একবার ক্লিক করলে প্রথমেই আপনার মোবাইলের মডেল দেখাবে ওইটাতে ক্লিক করুন তারপর Connected দেখাবে।
এইভাবে পিসিতে ফুল স্পিড এ ফ্রি নেট ইউজ করতে পারবেন। নিচে স্পিড এর স্ক্রিনশট দাওয়া হলো সবচেয়ে বেশি স্পিড সকালে 2-3mb/second!

সময়ের সল্পতার কারনে বেশি SShot দিতে পারলাম না।তাই Sorry😞

আর যাদের কাজ হচ্ছে নাহ তারা উপরের পদ্ধতি আবার অনুসরণ করেন ১০০% কাজ হবে। আর কাজ হলে প্লিজ কমেন্টে জানাবেন। ✌
ধন্যবাদ

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here