নতুন আরেকটি ডেটা সেন্টার নিয়ে কাজ শুরু করছে অ্যাপল। এবারের ডেটা সেন্টারটি তারা তৈরি করবে ডেনমার্কে।

সোমবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জানিয়েছে, নতুন ডেটা সেন্টারটিতে তারা ৬০০ কোটি ড্যানিশ ক্রোন খরচ করবে। আর এটি হবে দেশটিতে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পরিচালিত অ্যাপলের দ্বিতীয় ডেটা সেন্টার।

এর আগে চলতি বছর জানুয়ারিতে ফেইসবুকও ডেনমার্কে একটি ডেটা সেন্টার বানানোর পরিকল্পনা ঘোষণা করে। আর সেটি হলে যুক্তরাষ্ট্রের বাইরে ফেইসবুকের তৃতীয় ডেটা সেন্টার হবে সেটি।

জার্মান সীমান্তের কাছে দক্ষিণ ডেনমার্কের আবেনরা’য় ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে এই ডেটা সেন্টারের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে অ্যাপল।

সেন্টারটি থেকে আইটিউনস স্টোর, অ্যাপ স্টোর, আইমেসেজ, ম্যাপস ও সিরিসহ ইউরোপজুড়ে অ্যাপলের অনলাইন সেবাগুলোতে সাপোর্ট দেওয়া হবে।

ডেনমার্কে আমাদের ডেটা সেন্টার কার্যক্রম বাড়াতে আমরা রোমাঞ্চিত হয়ে আছি, সেই সঙ্গে পরিচ্ছন্ন শক্তির নতুন খাতে বিনিয়োগ করছে বলে জানান অ্যাপলের নর্ডিক ব্যবস্থাপক এরিক স্ট্যানও।

চলতি বছরের শেষে কার্যক্রম শুরু করার কথা রয়েছে এই ডেটা সেন্টারের।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, প্রস্তাবিত ডেটা সেন্টারটি এখনও বিচার বিভাগের বিবেচনার অপেক্ষায় আছে।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here