টেক জায়ান্ট অ্যাপল পুরাতন ম্যাকবুকের বদলে নতুন ম্যাকবুক দেবে ব্যবহারকারীদের। অ্যাপলের তথ্য ফাঁসে বিখ্যাত ওয়েবসাইট ম্যাকরিউমর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন উঠে এসেছে এমন তথ্য।

ম্যাকরিউমর দাবি করছে, তারা অ্যাপলের একটি ম্যাকরিউমর ডকুমেন্টে এই তথ্য দেখেছে।

তথ্যমতে, অ্যাপল ২০১২-১৩ সালের ম্যাকবুক প্রো ডিভাইসের বদলে নতুন ম্যাকবুক দেবে। বিশেষ করে যে সকল ব্যবহারকারীদের পুরাতন ম্যাকবুকে ব্যাটারি জনিত সমস্যা আছে। এছাড়া যে ডিভাইসগুলো ওয়ারেন্টিতে অন্তর্ভুক্ত যে সকল ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

তবে কেনো অ্যাপল যন্ত্রাংশ পরিবর্তন না করে নতুন ম্যাকবুক দেবে? কারণ হিসেবে বলা হচ্ছে, প্রতিষ্ঠানটির স্টকে পুরাতন ডিভাইসের যন্ত্রাংশ নেই। তাই গ্রাহকদের যেন অসুবিধা না হয় তাই নতুন ম্যাকবুক দেয়া হবে।

উল্লেখ্য অ্যাপল অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের বাড়তি ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে। ২০০ ডলারের বিনিময়ে ব্যবহারকারীরা চাইলে ৩ বছরের বাড়তি ওয়ারেন্টি সেবা নিয়ে পারেন।

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here