ভর্তি পরীক্ষার অবজেক্টিভ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন।

9
372

একটি সুন্দর সফল শিক্ষা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ও কঠিন ধাপটি হল বিশ্ববিদ্যালয় জীবন । আপনার বিশ্ববিদ্যালয় আপনাকে ঠিক করে দেবে আপনি পরবর্তী জীবনে কোন পথে এগুবেন । আর তাই ভাল বিশ্ববিদ্যালয়গুলোতে লাগে ভর্তির জন্য মোটামুটি এক যুদ্ধ । আর এই যুদ্ধে যাতে আপনি সঠিক ভাবে উত্তীর্ণ হতে পারেন তার জন্যই ইশিখন.কম সবসময় আপনার সাথে..

১। ভর্তি পরীক্ষায় ভাল রেজাল্ট করার জন্য মূল পাঠ্য বই পড়ার কোন বিকল্প নাই।

২। মুল পরীক্ষা দেওয়ার আগে সুযোগ থাকলে মডেল টেস্ট দিন। এতে করে আপনার দুর্বলতা গুলো নির্ণয় করা যাবে । ইশিখন.কম (eshikhon) সাইটে সকল বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ফ্রি মডেল টেস্ট আছে।

৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন গুল সমাধান করুন এবং এর মধ্যে প্যাটার্ন খোঁজার চেস্টা করুন । প্রতি বছরই ঢাবি ভর্তি পরীক্ষায় আগের প্রশ্ন থেকে কিছু কিছু রিপিট করা হয় ।

৪। প্রত্যেকটি বিষয় অনুযায়ী আপনার সময় বরাদ্দ করে নিন ।

৫। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ মার্কস কাটা যাবে তাই পুরোপুরি নিশ্চিত না হলে উত্তর না করাই ভাল।

৬। আপনি যে বিষয়টি সবচেয়ে ভাল পারেন তা সবার আগে উত্তর দিন ।

৭। মনে রাখবেন ১২০ টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার সময় বরাদ্দ ১০৫ মিনিট । তাই সময়ের কথা সব সময় মাথায় রাখবেন।

৮। ডি/ঘ ইউনিটের ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য ইশিখন.কম এর শুধু ইংরেজি আর সাধারণ জ্ঞান এর কুইজ/মডেল টেস্টগুলো দিতে পারেন। মডেল টেস্ট শেষে উত্তরসহ ভুলগুলো দেখতে পারবেন।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here