কিভাবে একটি সার্ভার বানাবেন? আসুন জেনে নেই

23
342

আমরা সবাই আমাদের সাধের ডাটাগুলকে কখনো হারাতে চাই না। তাই অনেকেই এক ডাটা অনেক জায়গায় সেভ করে রাখি কখন জানি কোন জায়গা থেকে ডিলিট হয়ে যায়। আমার নিজের সাথেই এরকম অনেকবার হয়েছে যে ডাটা রেখে ভুলে ফোল্ডার ডিলিট করে দিয়েছি। এতে আমার যেমন ক্ষতি হয়েছে তেমনি গুরুত্বপূর্ণ ডাটা আর ফেরত পাওয়া যাবে না। এসকল সমস্যার একটি সহজ সমাধান হল একটি সার্ভার বানানো।

সার্ভার কি?

সার্ভার শুনেই ভয় পাবার কিছুই নাই। সার্ভার বলতে আমরা বুঝি বিশাল বড় একটি কম্পিউটার। আসলে সেরকম কিছুইনা। যে কম্পিউটার আপনাকে কিছু সারভ করে অর্থাৎ আপনাকে কোনো প্রকার সুবিধা দেয় তাই সার্ভার। সার্ভার বড় যেমন হতে পারে তেমন খুব ছোটও হতে পারে। তো ডাটা হারানোর ভয় থেকেই মূলত আমি সার্ভারটি বানাই। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এটি বানাতে হয়।

যা যা লাগবেঃ

  • ১।একটি রাস্পবেরি পাই
  • ২।একটি হার্ড ড্রাইভ বা পেনড্রাইভ(ডাটা রাখার জন্য)
  • ৩।একটি ৮ জিবি মেমোরি কার্ড
  • ৪।একটি পাওয়ার সাপলাই

তো চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। আশা করি নিচের ভিডিও টিউটোরিয়ালটি দেখলে সহজেই একটি সার্ভার বানাতে পারবেন।

Commands:

sudo apt-get install samba samba-common-bin
sudo cp /etc/samba/smb.conf /etc/samba/smb.conf.old
sudo mkdir /media/storage
sudo mount -t auto /dev/sda1 /media/storage
sudo nano /etc/samba/smb.conf

[Storage]
comment = Storage
path = /media/storage
valid users = @users
force group = users
create mask = 0660
directory mask = 0771
read only = no

Remove the # symbol from the security = user line

sudo /etc/init.d/samba restart
sudo useradd nas -m -G users
sudo passwd nas
sudo smbpasswd -a nas
sudo nano /etc/fstab
dev/sda1 /media/storage auto noatime 0 0

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here