ইন্টেল এর ১৮ কোর আই ৯ ৭৯৮০এক্সই আসছে অক্টোবর এই

4
297

বেশি বেশি কোর বিশিষ্ট প্রসেসর তৈরীর যুদ্ধে ইনটেল রিলিজ দিচ্ছে ১৮ কোর এর প্রসেসর। এবং এই কোর আই ৯ প্রসেসর এর দেখা মিলবে অক্টোবর এর ৩য় সপ্তাহতেই, তেমনটাই ঘোরতর সম্ভাবনা।

মূলত এ এম ডি ‘র রাইজেন থ্রেডরিপার ১৯২০ক্স ও ১৯৫০ক্স কে প্রতিযোগিতায় ফেলতেই ইন্টেল এর এই যুদ্ধ।

উল্লেখ্যঃ কোর আই ৯ এ মূলত গেমিং গ্রাফিক্স ও অ্যানিমেশনকে শক্তিশালি করাকে কেন্দ্র করেই তৈরী করা হচ্ছে যাতে প্রসেসর স্পীড ৩.৩ গিগাহার্টজ ও ক্যাশ মেমরি থাকবে ১৩.৫ এমবি। এতে ডিডিআর৪ ২৬৬৬ বাস স্পিড এর র‍্যাম সাপোর্ট করবে আর মাদারাবোর্ড থাকবে ২০৬৬ সকেটের।

তবে দামের দিক দিয়েই যত বাড়াবাড়ি। মূল্য সম্ভাব্য ৮০ হাজার টাকার উপরে।

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here