ছয় মাসে মোবাইলের গ্রাহক বেড়েছে প্রায় এক কোটি

8
306
চলতি বছরের প্রথম ছয় মাসে মোবাইলের গ্রাহকের সংখ্যা বেড়েছে ৯৬ লাখ। গত জুন পর্যন্ত দেশে মোবাইলের গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ১২ কোটি ৬৩ লাখ। একই সময়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৫৯ লাখ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার। ছয় মাসে প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৫ লাখ। এর মধ্যে একীভূত হওয়া এয়ারটেলের গ্রাহক ছিল ৮২ লাখ ১৯ হাজার (বিটিআরসির ফেব্র“য়ারি মাসের তথ্য অনুযায়ী)। তারপরও একীভূত রবির গ্রাহক ছয় মাসে বেড়েছে ৫০ লাখেরও বেশি। এ সময় গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৩৬ লাখ। ৬ কোটি ১৫ লাখ গ্রাহক নিয়ে এখনো শীর্ষে আছে গ্রামীণফোন।
বর্তমানে বাংলালিংক ব্যবহার করছেন ৩ কোটি ১৫ লাখ গ্রাহক। ছয় মাসে অপারেটরটির গ্রাহকসংখ্যা বেড়েছে ৬ লাখ। তবে গ্রাহকসংখ্যা কমেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের। ছয় মাসে টেলিটকের গ্রাহক কমেছে ৪ লাখ। জুন পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখ।
গত বছরের নভেম্বরে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি ও এয়ারটেল। একীভূত হওয়ার পরও রবি আজিয়াটা লিমিটেড নামে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এদিকে জুন পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ৩৪ লাখ, যা ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার। মোট সংযোগের ৯৩ দশমিক ৬০ শতাংশই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত। আর এখানে আইএসপিদের মাধ্যকার সংযোগ ৪৬ লাখ ২২ হাজার। অন্যদিকে নিয়ম মেনে ওয়াইম্যাক অপারেটররা যেন সেবা গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। জুনের শেষে তাদের কার্যকর সংযোগ গিয়ে ঠেকেছে মাত্র ৭৫ হাজারে।
ইত্তেফাক/

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here