জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০২] :: জীবনের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড

25
402

সবাইকে সাগ্বতম জানিয়ে দ্বিতীয় পর্ব শুরু করছি, আজ আমরা শিখব কিভাবে একটা  hello world program করা যায়। প্রথমে আমাদের jdk install করবো:

jdk কিঃ

java development kit(jdk) জাভা প্রোগ্রাম করার জন্য যাযা দরকার সবকিছুই আছে জেডিকে এর মধ্যে। আমরা যদি এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট  করতে চাই তাহলে আমাদের এমন একটি সফটওয়্যার লাগে যেটি দিয়ে আমরা এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপ করতে পারি। তেমনি জাভা সফটওয়্যার তৈরি করার জন্য যে সফটওয়্যার লাগে তার নাম জেডিকে। এই জডিকে এর মধ্যে আরও কিছু সফটওয়্যার থাকে jre(java runtime environment) অর্থাৎ একটি জাভা প্রোগ্রাম রান করার জন্য যা দরকার তা এর মধ্যে থাকে এর মধ্যে আবার jvm(java virtual machine) থাকে। আমরা যদি সব সুন্দর ভাবে বুঝতে চাই তাহলে নিচে একটু চোখ বুলাই।

JDK(JAVA DEVELOPMENT KIT):

জাভা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার একটি প্যাকেজ।

JRE(JAVA RUNTIME ENVIROMENT):

এটি জেডিকে এর মধ্যে থাকে তবে এটির কাজ হল রান করা ব্যাপার সেপারে।

JVM (JAVA VIRTUAL MACHINE):

এটি আবার JRE এর মধ্যে থাকে তবে এটি প্রোগ্রাম টিকে একদম রান করে। তাহলে এখন নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন JDK এখানে ওদের লাইসেন্স accept করতে হবে এবং আপনার কম্পিউটার এর বিট অনুযায়ি ডাউনলোড করবেন। নিচের মত করে।

http://www.oracle.com/technetwork/java/javase/downloads/jdk8-downloads-2133151.html

এখন যেকোন সাধারন একটি সফটওয়্যার এর মত ইন্সটল করুন। এখন যেকোন একটি text document .java extension দিয়ে সেভ করুন নিচের মত করে।

এবার এর ভিতর কোড লিখতে হবে যেকোন টেক্সট এডিটর দিয়ে। আমি নোটপ্যাড++ দিয়ে লিখছি। না বুঝলে কনো সমস্যা নেই আমরা আজ শুধু একটা প্রোগ্রাম রান করাব ধীরে ধীরে সব শিখবো।

class Hello{

public static void main(String args[]){

System.out.println("Hello world");

}
}

হুবহু এমন লিখবেন। এখন cmd ওপেন করুন নিচের মত করে।

ওকে করে ওপেন করুন। এখানে টাইপ করুন cd desktop ইন্টার মারুন। আজকের জন্য প্রোগ্রাম টা ডেক্সটপ এ সেভ করবেন।

এখন c drive থেকে একটা লিংক কপি করতে হবে নিচের মত করে।

Set path=এখানে লিংটা দিন কপি করা নিচের মত করে।

এন্টার মারুন। এখান compilet করতে হবে অর্থাৎ আমাদের ইংলিশ ভাষাকে কম্পিউটার এর ভাষায় পরিনত করতে হবে। নিচের মত করে।

সর্বশেষ রান করুন। নিচের মত করে।

আপনাকে অভিনন্দন। আপনি নিজেও বুঝতে পারেন নি আপনি কি করে ফেলেছেন। আমি বিশ্বাস করি আপনি যদি উপরের টুকু সঠিক ভাবে করতে পারেন তাহলে আপনি প্রোগ্রামার হয়ে গেছেন। আজ এই পর্যন্ত কাল আমরা এটি ভাল করে বুঝব।

ভিডিও টি দেখবেন বুঝতে সমস্যা হলে।

আল্লাহ হাফেজ।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here