গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য আসছে ‘অ্যান্ড্রয়েড ও’

22
345

গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা অধীরে অপেক্ষা করছেন তাদের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ও’র জন্য। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

 

চলতি মাসেই ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ও অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে গুগল। ২১ আগস্ট সেটি ব্যবহারকারীরা পাবেন।
প্রযুক্তির নানা ধরনের খবর প্রকাশে জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট ইভান ব্লাস টুইট করেই জানিয়েছে এমন খবর।

তবে গুগলের পক্ষ থেকে এমন খবর সম্পর্কে তেমন কিছু বলা হয়নি।

স্মার্টফোন ব্যবহারকারীরা হিসেব কষতে শুরু করেছেন তাদের ডিভাইসটিতে নতুন আপডেট পাবে কিনা।

android_o_easter_egg-techshohor

এ বছরের মার্চেই অ্যান্ড্রয়েড ‘ও’ অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক বা বেটা সংস্করণ প্রকাশ করে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে ১৭ মে গুগল ডেভেলপারদের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও ২০১৭’তে নতুন ওএস সম্পর্কে ডেভেলপারদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছিল।

নতুন সংস্করণটির আপডেট পাবে গুগল পিক্সেল, পিক্সেল এক্সএল, নেক্সাস ৫পি, নেক্সাস ৫এক্স ফোন। স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮, এস৮প্লাস, গ্যালাক্সি নোট ৭, নোট ৭ এইজ, এস৬, এস৬ এইজ, এস৬ এইজ প্লাসের পাশাপাশি আগামী মাসে বাজারে আসতে যাওয়া নোট ৮ পেতে যাচ্ছে ‘অ্যান্ড্রয়েড ও’ আপডেট।

এছাড়াও সনি এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম, এক্সপেরিয়া এক্সজেডএস ও ওয়ানপ্লাস ৫, ওয়ানপ্লাস৩/৩টি পাবে অ্যান্ড্রয়েড ও। এদিকে এইচএমডি গ্লোবাল জানিয়েছে, নকিয়া ৩, ৫ এবং ৬ ‘অ্যান্ড্রয়েড ও’ আপডেট পাবে।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here