উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম মোবাইল ডিভাইসটি কিভাবে রিসেটে করবেন?

7
325

অনেক সময় উইন্ডোজ ১০ ওএস চালিত স্মার্টফোন বা ট্যাবের গতি কমে যেতে পারে। এক্ষেত্রে রেসেটে কিছু হলেও উন্নতি হয়। কিংবা ডিভাইসটি বিক্রি করে দিতে চান। তখন সম্পূর্ণ ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হয়, যেন আপনার কোনো ফাইল ফোনে না থাকে।

অ‍্যান্ড্রয়েড চালিত ডিভাইসের মতো খুব সহজেই উইন্ডোজ ১০ চালিত ডিভাইস রিসেট করে নেওয়া যায়। তবে উপায়টা ভিন্ন।

কিভাবে কাজটি কয়েক ক্লিকেই করা যায় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে ফোনের হোম স্ক্রিন থেকে ‘অল অ‍্যাপ্লিকেশন’ অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে সেটিংস অপশনের ক্লিক করতে হবে।

তারপর ক্লিক করতে হবে ‘system’অপশনে। সেখানে নতুন একটি পেইজ চালু হবে সেখান থেকে ‘about’-এ ক্লিক করতে হবে।

এ পেইজের নিচের দিকে ক্রল করে দেখা যাবে ‘rest your phone’ অপশনটি।

তারপর একটি সর্তকবার্তা প্রদর্শিত হবে। সেখানে ‘yes’ ক্লিক করতে হবে।

তাহলে উইন্ডোজ ১০ ওএস চালিত ফোনটি রিসেট নেওয়া শুরু করবে। সম্পূর্ণ কাজটি শেষ হতে প্রায় ৫-১০ মিনিটের মত লাগবে।

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here