দূর থেকেই আপনি ইশারায় ম্যাকবুকে মিউজিকের সাউন্ড নিয়ন্ত্রণ করবেন যেভাবে!

21
358

আপনি হয়তো ম্যাকবুকে গান শুনছেন। হঠাৎ করেই মোবাইলে অফিসের গুরুত্বপূর্ণ কল আসলো।

সেক্ষেত্রে আগে গানের সাউন্ড কমিয়ে তারপর ফোন রিসিভ করতে হবে। এখন আঙ্গুল দিয়ে স্পর্শ করা ছাড়া তো গানের সাউন্ড কমাতে পারবেন না, তাই না। দূর থেকেই ম্যাকবুকের মিউজিক নিয়ন্ত্রণ করতে হলে কন্ট্রোল এয়ার নামে একটি অ‍্যাপ্লিকেশনের সাহায্য নেওয়া যাবে।

এই অ্যাপ দিয়ে ম্যাকবুক স্পর্শ না করেই ম্যাকবুকে বাজতে থাকা গানটি বন্ধ করা যাবে।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ :

১. অ্যাপটি ‍ব্যবহার করে  ম্যাকবুক স্পর্শ না করেই মিডিয়া অ‍্যাপ্লিকেশনগুলো দূর থেকে আঙ্গুলের সাহায‍্যে নিয়ন্ত্রণ করা যাবে।

২. অ্যাপটি ওয়েবক্যামের সাহায্যে আঙ্গুলের নির্দেশনা গ্রহণ করে। তাই ওয়েবক্যাম টি ঠিক মতো কাজ করলেই কেবল অ্যাপটি  ব্যবহার করা যাবে।

৩. এটির সাহায্যে  মিউজিকের সাউন্ড বাড়ানো, প্লে লিস্টের পরবর্তী গান চালু, গান থামানো ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে।

৪. অ্যাপটি দিয়ে সর্বোচ্চ ৫ ফুট দূর থেকে নির্দেশনা দেওয়া যাবে।

৫. আইটিউন, কুইকটাইম প্লেয়ার, স্পটিফাই, ভিএলসি, ভক্স ও ইউটিউব ইত‍্যাদি সেবাগুলোও  এই অ্যাপটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে।

বিনামূল্যে অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে  ব্যবহার করা যাবে।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here