ম্যাকে কিভাবে স্ক্রিন রেকর্ড করে ভিডিও টিউটোরিয়াল তৈরি করবেন।

4
309

ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে অনেক সময় কম্পিউটারের স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। উইন্ডোজ ব‍্যবহারকারীদের জন্য কাজটি করার জন্য নানা সফটওয়্যার রয়েছে।

তবে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমে কাজটা করতে গিয়ে প্রথম অবস্থায় বিপাকে পড়তে হয় অনেককেই। কেননা খুঁজে দেখা যাবে স্ক্রিন রেকর্ডারের বেশির ভাগ সফটওয়্যার পেইড।

তবে ব্যবহারকারীদের জন্য সহজেই স্ক্রিন রেকর্ডের সুবিধা রয়েছে ম্যাক ওএসে । এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো কিভাবে ম্যাক ওএস স্ক্রিন রেকর্ড করতে হবে।

প্রথম ম্যাকের  অ্যাপ  লঞ্চপ্যাড থেকে ‘কুইক টাইম প্লেয়ার’ অ্যাপটি  চালু করতে হবে।

তারপর উপর থেকে ‘file’ এ ক্লিক করে ‘new Screen Recording’ এ ক্লিক করতে হবে।

এরপর রেকর্ডের অপশনটি চালু হবে। সেখান থেকে মাইক্রোফোন নির্বাচন করে লাল রঙের বাটনটি ক্লিক করতে হবে।

তারপর নতুন একটি অপশন দেখা যাব সেখান থেকে চাইলে স্ক্রিনের একটি নিদিষ্ট অংশ নির্বাচন করে দেয়া যাবে রেকর্ডের জন্য।

রেকর্ড চালু হলে উপরে থাকা টাস্কবারে একটি আইকন প্রদর্শিত হবে। স্ক্রিন রেকর্ড বন্ধ করতে তাতে ক্লিক করতে হবে।

এরপর রেকর্ডটি কোনো ফোল্ডারে সেইভ করতে হবে তা নির্ধারণ করে দিতে হবে।

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here