Deprecated: 6.4.0 ভার্সন হতে print_emoji_styles ফাংশনটি ডেপ্রিকেটেড হয়ে গিয়েছে। এর পরিবর্তে wp_enqueue_emoji_styles ফাইল ব্যবহার করুন। in /home/itdoctor24.com/public_html/wp-includes/functions.php on line 6031

তুমুল জনপ্রিয় সারাহাহ উতপত্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় অ্যাপ সারাহাহ। প্রিজমার পর সারাহাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। অ্যাপটি তৈরি করেছেন সৌদি আরবের ডেভেলপার জায়ান আল-আবিদিন তৌফিক। সারাহাহ আরবি শব্দ। এর অর্থ সৎ বা অকপটতা। এর ব্যবহার মূলত শুরু হয়েছিল কর্মক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর ওয়েবটুল হিসেবে। সারাহাহর মাধ্যমে একজন ব্যবহারকারী তার নাম-পরিচয় গোপন রেখে বার্তা পাঠাতে পারেন। … পড়তে থাকুন তুমুল জনপ্রিয় সারাহাহ উতপত্তি