বছরের দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রিত ফোন আইফোন ৭

9
303

বছরের দ্বিতীয় প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে অ্যাপলের আইফোন ৭।

স্ট্যাট্রেজি অ্যানালিটিকসের দেওয়া তথ্য মতে, মধ্য ও পূর্ব ইউরোপে আইফোনের আধিপত্য কমে গেলেও বিশ্ববাজার মাত করেছে আইফোনের সর্বশেষ সংস্করণটি।

বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন ৭ বিক্রি হয়েছে এক কোটি ৬৯ লাখ ইউনিট। তালিকার দ্বিতীয় স্থানটিও রয়েছে আইফোন ৭ প্লাসের দখলে।

Iphone-sell-techshohor

 

আর মাত্র এক মাস, আসছে তিন-তিনটি নয়া আইফোন!

 

এপর্যন্ত বছরের দ্বিতীয় প্রান্তিকে আইফোন ৭ প্লাস বিক্রি হয়েছে এক কোটি ৫১ লাখ ইউনিট। যৌথভাবে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাসের মার্কেট শেয়ার ৮ দশমিক ৯ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৮। স্যামসাংয়ের এই মডেলের ফোনটি এক কোটি দুই লাখ ইউনিট বিক্রি হয়েছে। চতুর্থ অবস্থানে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ প্লাস। এর বিক্রি সংখ্যা ৯০ লাখ।

অন্যান্য সব ফোনকে টেক্কা দিয়ে তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে শাওমি রেডমি ৪এ। ফোনটির বিক্রি সংখ্যা ৫৫ লাখ।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here