একেবারে হালকা-পাতলা পোশাকে মহাকাশে যাবে মানুষ!

0
287

এখন থেকে হয়তো মোটা আর ভারি পোশাকে মহাকাশে পাড়ি দিতে হবে না মহাকাশচারীদের। কারণ চমৎকার সাদা রংয়ের পাতলা স্পেসস্যুট বানিয়েছে স্পেসএক্স। আগামী বছর তাদের যে নভোচারীরা মহাশূন্যের উদ্দেশে যাত্রা করবেন, তারা আরাম-আয়েশ করে এই পোশাক পরেই রওনা দেবেন।

প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ ইলোন মাস্ক এই যুগান্তকারী আবিষ্কারের কথা জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ছবি স্পেসএক্স এর নতুন পোশাক পরে একজন প্রকৌশলীকে দেখা যাচ্ছ।

নাসার মহাকাশচারীদের জন্য স্পেসএক্স ড্রাগন কার্গো ক্যাপসুল বানাচ্ছে। মার্কিন মহাকাশচারীদের পৃথিবী গ্রহের মাটি ছাড়তে অন্যান্য সহায়তা দিচ্ছে বোয়িং নামের আরেকটি প্রতিষ্ঠান। ২০১১ সালে ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে মার্কিন নভোচারীরা শেষবারের মতো নিজেদের যানে চড়ে মহাকাশে গেছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেতে তখন থেকে রাশিয়ান রকেটই ব্যবহার করেন তারা।

ইতিমধ্যে পৃথিবীতে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছে স্পেসএক্স এর নতুন পোশাক। এটা যাবতীয় দায়িত্ব দারুণভাবে সম্পন্ন করেছে বলেই জানানো হয়।

সূত্র : এমিরেটস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here