মিষ্টি খাইয়ে মশা নিধন- মশা মারার অভিনব কীটনাশক…!

22
449
বিজ্ঞানীরা নতুন এক ধরনের কীটনাশক তৈরি করেছেন যেটি মিষ্টির প্রতি মশাদের আকর্ষণকে ব্যবহার করবে এবং যেটি খেলে মশারা মনে করবে তারা মিষ্টি খাচ্ছে। এই ওষুধ এমন রাসায়নিক রয়েছে যা কৃত্রিমভাবে মিষ্টির গন্ধ তৈরি করবে যাতে মশারা আকৃষ্ট হয়।
জানা গেছে, মিষ্টি ভেবে এই কীটনাশক পান করার পর মরে যাবে মশারা। ম্যালেরিয়া কবলিত আফ্রিকার দেশ তানজানিয়ায় এই কীটনাশকের পরীক্ষায় দেখা গেছে এতে মশা প্রায় শতভাগ নির্মূল হয়ে যায়।
ভেকট্র্যাক্স নামের এই কীটনাশক ম্যালেরিয়া ছাড়াও জিকা ভাইরাস ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে। বিবিসি।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here