‘কি দরকার’ বন্ধ

9
347

ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান ‘কী দরকার ডটকম’ বন্ধ করে দিয়েছে প্যারেন্ট কোম্পানি গ্রামীনফোন। কোনো ধরণের ঘোষণা ছাড়া, অনেকটা নিরবেই তা বন্ধ হয়ে গেছে।
২০১৬ সালে ১১ জুন ‘কী দরকার ডট কম’ এর যাত্রা শুরু হয়। এই সাইটের সাথে যুক্ত ছিলো আরো ১১৯টি ই-কমার্স প্রতিষ্ঠান।
সাইটটি চালু করার সময় গ্রামীণফোন জানিয়েছিল, এই ই-কমার্স সাইটটি দেশের ক্রেতা-বিক্রেতাদের জন্য প্রথম সারির একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে।

শুরুর দিকেই সাইটটি আট ধরনের সেবা প্রদান করত। এর মধ্যে ছিল হোটেল বুকিং, রেস্টুরেন্ট অনুসন্ধান, টিকেট বুকিং, ইলেক্ট্রিক মিস্ত্রির সন্ধান, লন্ড্রি, মেরামত ইত্যাদি।
এই সাইটটি গ্রামীণফোন বন্ধ করার পিছনে কারণ হলো জিপি শপ। এটিও একটি ই-কমার্স সাইট।

এই বিষয়ে প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল সংবাদমাধ্যমকে বলেন,

অংশীদার নির্ভরশীল ই-কমার্স প্রতিষ্ঠান কী দরকার ডটকমের কোয়ালিটি ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এর প্রোমোশন ও অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে গ্রামীণফোন আরও দক্ষতার সাথে কাজ করার জন্য ই-ক্যাবের সাথে সেবা দিয়ে যাচ্ছে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here