মজার ও সহজ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং [পর্ব-০৩] :: পাইথন কমেন্ট। এটা কি, কেন, কিভাবে ব্যবহার করতে হবে

9
292

প্রিয় বন্ধুগন, আজ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে । তবে, আজ আমি খুব বেশী আলোচনা করব না । শুধু একাটি বিষয়ের উপর আপনাদের ধারণা দিয়ে পূর্বের বিষয় গুলো আরও ক্লিয়ার করব । আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল পাইথন কমেন্ট । এটা কি, কেন ব্যবহার করতে হবে , কিভাবে ।

পাইথন কমেন্ট : আপনি যখন কোন প্রোগ্রাম লিখবেন তখন সেটা আপনার মনে থাকবে যে কোথায় কী লিখেছেন । কিন্তু যদি কখনও সে প্রোগ্রামটা এডিট করার দরকার হয় তখন তো আপনার সব মনে নাও থাকতে পারে । আর এ গুলো মনে রাখার জন্যই রয়েছে পাইথন কমেন্ট । পাইথন কমেন্ট হল কোন স্টেটমেন্ট বা প্রোগ্রাম এর আগে তার প্রকৃতি , কাজ প্রভৃতি লিখে রাখা । এটা লেখার নিয়ম হল লাইনটি লেখার আগে একটা # চিহ্ন ব্যবহার করা । # চিহ্ন থাকলে পাইথন এটাকে কোন প্রোগ্রাম হিসেবে গণ্য করবে না বা ওর দিকে কোন মাথা ঘামাবে না । নিচে উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে :

# This program will calculate the area of a rectangle
print(" Do you want to calculate a rectangle's area? input the length and width of that rectangle in numbers ")
length = float(input("Enter the length : "))
width = float(input("enter the width : "))
print("area = ", length * width))
input("please give your feedback : ")

প্রোগ্রামটি রান করে দেখুন # চিহ্নের পরের অংশটুকু কোন কাজে লাগে নি । এটা দ্বারা শুধু আমি বুঝিয়েছি প্রোগ্রাম টা কী ধরণের । এবং সেটা শুধু আমার জন্য ।যে ব্যাক্তি প্রোগ্রাম টা ব্যবহার করবে তার জন্য নয় । দেখুন # এর পরের অংশটি লাল দেখা যাচ্ছে ।
এ প্রোগ্রাম টা দ্বারা আমরা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি । কমেন্টে পর আমরা ব্যবহার কারীকে প্রিন্ট এর মাধ্যমে বলেছি যে আপনি প্রোগ্রামটার মাধ্যমে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবেন । আপনি সেটা করতে ইচ্ছুক হলে নীচের ডাটা গুলো সঠিক ভাবে সংখ্যায় ইনপুট দিন ।

তারপর আমরা length, width নামক দুটি ভ্যরিয়েবল এর দ্বারা ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়েছি । এরপর আমরা গুণ করে প্রিন্ট করেছি তার এরিয়াটা ।
আপনি যদি চান প্রোগ্রামটা নিচের মত করে লিখতে তাও পারবেন :

# This program will calculate the area of a rectangle
print(" Do you want to calculate a rectangle's area? input the length and width of that rectangle in numbers ")
length = float(input("Enter the length : "))
width = float(input("enter the width : "))
a = length * width
print("area = ",a))
input("please give your feedback : ")

এখানে আমি a নামের নতুন একটি ভ্যরিয়েবল নিয়ে গুণ করেছি এবং তারপর সেই ভ্যরিয়েবল টা কে প্রিন্ট করেছি ।

আমি এরকম আরও ছোট একটি প্রোগ্রাম আপনাদের জন্য লিখে দিলাম :

# This program converts Fahrenheit to Celsius
fahr_temp = float(input("Fahrenheit temperature: "))
print("Celsius temperature:", (fahr_temp - 32.0) * 5.0 / 9.0)

এরকম আরও একটি প্রোগ্রাম :

# This program calculates rate and distance problems
print("Input a rate and a distance")
rate = float(input("Rate: "))
distance = float(input("Distance: "))
print("Time:", (distance / rate))

প্রোগ্রামগুলো পড়ে বোঝার চেষ্টা করুন এবং নিজে নিজে এরকম আরও প্রোগ্রাম বানিয়ে ফেলুন । বুঝতে না পারলে কমেন্টে বলুন । সাধ্যমত সমস্যা সমাধানের চেষ্টা করব । আজ আর না । আগাম পর্বে While loop নিয়ে আলোচনা করব । সবাই ভাল থাকুন ।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here