যেভাবে গুগল ক্রোম ব্রাউজারের বাড়তি র‍্যাম ব্যবহার বন্ধ করবেন

24
497

প্রায় অনেক দিন আগে আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের অন্ধ ভক্ত ছিলাম কারন এর বহুবিধি ব্যবহার সত্যি আমাকে অনেক বেশী আকৃষ্ট করেছিলো। আমি একজন অনলাইন প্রফেশনাল মানুষ, আর ফায়ারফক্স আমাকে আমার কাজে সর্বচ্চ সাহায্য করতো। যেমন, এই ব্রাউজারটির জন্য ফ্রিতে এতো বেশী অ্যাড-অন আছে যে আপনার চাহিদার কোন অভাব থাকবে না। এবং অন্যান্য ব্রাউজারের থেকে মোজিলা বেস্ট কোন অ্যাড-অন ব্যবহার করার জন্য।

index যেভাবে গুগল ক্রোম ব্রাউজারের বাড়তি র‍্যাম ব্যবহার বন্ধ করবেন

এতো শুনলেন গুণগানের কথা এবার খারাপ দিক গুলাও জানুন-

প্রাধান সমস্যা হল এর স্টার্টআপ টাইম। ব্রাউজার টি খুব বেশী অলস প্রকৃতির। একবার ওপেন হলে যদিও ঠিক হয়ে যায় কিন্তু প্রথমবার ওপেন হবার সময় ওর অবস্থা খারাপ হয়ে যায়।

আমার মতো যারা হেভি ইউজার তারা হয়তো বিষয়টি খেয়াল করে দেখেছেন।

আর দ্বিতীয় সমস্যা হল “হ্যাং” করা, একই সাথে একাধিক ট্যাব ওপেন করলে এমন ভাবে হ্যাং করবে যে রিস্টার্ট ব্যতিত আর কাজ করবে না।

ভাবলাম এতো সব ঝামেলা পোহানোর চেয়ে গুগল ক্রোম ব্যবহার করা শুরু করি। প্রথমে একটু কষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে সব ঠিক হয়ে যায়।

গুগল ক্রোমের আমার কাছে এখন বেশী ভাল লাগে কারন এই ব্রাউজারটি অন্যান্য ব্রাউজার থেকে অনেক বেশী ইউজার ফ্রেন্ডলি, এমনটি আমার মনে হয়েছে।

আমি মোটামুটি কনফিগারের “আই৩” ল্যাপটপ ব্যবহার করি আর ক্রোমের স্টার্টআপ টাইম সত্যি মুগ্ধ করার মতো, একেবারে সুপার ফাস্ট।

যদিও অ্যাড-অন বা এক্সটেনশনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে যা আছে তাতে এখন আমার কাজ চলে যায়।

এতো গেলো সব সুবিধার কথা এবার একটি মারাত্মক সমস্যার কথা শুনি-

হয়তো আপনি এর আগেই খেয়াল করেছেন যে, যখন একই সাথে অনেকগুলো ট্যাব ওপেন করে কাজ করবেন তখন দেখবেন আপনার পিসি প্রচুর স্লো হয়ে যাবে। আমি অবাক হয়ে যায় যখন একই সাথে মাল্টি-টাস্কিং করি। গুগল ক্রোমের প্রতিটা ট্যাব এতো পরিমান র‍্যাম ইউজ করে যে আপনার পিসি স্লো হতে বাধ্য।

এখন প্রশ্ন হল, তবে কি এখন গুগল ক্রোম ব্যবহার করা ছেড়ে দিবো?

না একদম না, কেন ছাড়বেন বরং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেটি খুঁজে বের করতে হবে আর সেটি নিয়ে আজকের আমার পোস্ট।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

আপনি প্রথমে এই লিংক থেকে এক্সটেনশনটি আপনার ক্রোমে অ্যাড করে নিন।

এবার সেটিং এ যেয়ে আপনার ইচ্ছা মতো সময় ঠিক করে নিন।

24 COMMENTS

  1. Привет, дорогой читатель!
    Купить диплом в Челябинске
    Мы занимаемся изготовлением различных документов, в том числе и школьных аттестатов.https://saksx-diploms-srednee24.com/ 9после окончания ВУЗа в Москве работодатель скажет, мол забудьте чему учили в вузе и слушайте о чем говорит непосредственный начальник. После того как макет утвержден клиентом, профессионалы приступят к созданию оригинала, применяя в работе современные технологии, позволяющие изготовить подлинный документ. В своей работе используем профессиональные навыки, инновационные технологии, современное оборудование и последние разработки, позволяющие добиться безупречного диплома. Это и есть места для отверстий, которые вы проделаете дыроколом.

  2. Приветики!

    Было ли у вас опыт написания дипломной работы в крайне сжатые сроки? Это действительно требует огромной ответственности и трудоемкости, однако важно сохранять упорство и продолжать активно участвовать в учебном процессе, как я это делаю.
    Для тех, кто умеет эффективно искать и анализировать информацию в интернете, это действительно помогает в процессе согласования и написания дипломной работы. Больше не нужно тратить время на посещение библиотек или организацию встреч с научным руководителем. Здесь, на этом ресурсе, предоставлены надежные данные для заказа и написания дипломных и курсовых работ с гарантией качества и доставкой по всей России. Можете ознакомиться с предложениями по ссылке , это проверенный источник!
    купить диплом о полном среднем образовании
    купить диплом о среднем образовании
    купить диплом института
    купить диплом Вуза
    купить диплом бакалавра
    купить диплом о высшем образовании

    Желаю всем положительных отметок!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here