জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপ [পর্ব-০৬] :: ভেরিয়েবল প্রাক্টিকেলি।

9
452

আজ আমরা জাভার তিন ধ্ভরণের ভেরিয়েবল (Local, instance,static or class) প্রাক্টিকেলি জানব।

প্রথমে নিছের  কোড টি দেখিঃ

[code lang="java"]
public class Variable {
static int b=10;
int c=10;
public static void main(String args[]){
int a=10;
System.out.println(a);
System.out.println(b);
Variable ob=new Variable();
System.out.println(ob.c);
}
}
[/code]

instance variable:

আমরা উপরে ৩ নাম্বার লাইন এ দেখছি এটি static int b=10; এটি হচ্ছে static or class variable.
এটি class এর মধ্যে এবং method এর বাহিরে থাকে। কিন্তু static লেখা থাকে সুরুতে class হল Variable এবং method হল
Main .আসাকরি সবাই বুঝতে পেরেছেন।

Static or Class variable:

আমরা উপরে ২ নাম্বার লাইন এ দেখছি এটি int c=10; এটি হচ্ছে instance variable. এটি class এর মধ্যে এবং method এর বাহিরে থাকে।এখানে class হল Variable এবং method হল Main .আসাকরি সবাই বুঝতে পেরেছেন।

Local Variable:

আমরা উপরে ৫ নাম্বার লাইন এ দেখছি এটি int a=10; এটি হচ্ছে local variable. এটি method এর মধ্যে থাকে।এখানে method হল Main .আসাকরি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। বুঝতে সমস্যা হলে টিউমেন্ট

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here