গ্রাফিক্স ডিজাইন স্টুডিও [পর্ব-০৯] :: শিখে নিন ফটোশপ টুলস গুলো (আপডেটেড ভার্সন – একেবারে নতুনদের জন্য

21
516

আসসালামু আলাইকুম,

সবাই ভালো আছেন আশা করি। আল্লাহ্‌র অশেষ রহমতে আবারো  ফিরেছি নতুন একটি টিউন নিয়ে।  আশা করছি আপনাদের ভাল লাগবে। itdoctor24.com কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। itdoctor24.com এটা আমার গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রথম টিউন। গ্রাফিক্স ডিজাইন বিষয়ক একটি মানসম্মত ও পূর্ণাঙ্গ  টিউটোরিয়াল করে যাচ্ছি ধারাবাহিক ভাবে, যেখানে থাকছে শক্তিশালী –

  • 1. Photoshop
  • 2. Illustrator
  • 3. Adobe In design এর কোর্স (টোটালি ফ্রী) শুধু মাত্র টেকটিউনস এর ভিজিটরদের জন্য।

আশা করছি পাশেই থাকবেন। আর যেকোনো সমস্যা/সমাধান – বিষয়ভিত্তিক তর্ক / বিতর্কের জন্য টিউমেন্ট বক্স আপনাদের জন্য খোলা।


নিচের ভিডিওটি Follow করে দেখে নিন কোন টুলস দিয়ে কি কাজ করতে হয়।

আজকের বিষয় ঃ ফটোশপের টুলস পরিচিতি

ভালো লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট, শেয়ার করবেন।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here