১৭ই অক্টোবর উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটর আপডেট আসছে

24
1099
How to Disable Windows 10 Automatic Updates

বছরের প্রথমেই মাইক্রোসফট এর বার্ষিক ডেভেলপার বিল্ড কনফারেন্স এ উইন্ডোজ ১০ এর পরবর্তী বড় আপডেট গুলো সম্বন্ধে ধারনা পাওয়া গিয়েছিলো যা এখন ইউজাররা পেতে থাকবে। টেরি মায়েরসন আনুষ্ঠানিক ভাবে জানিয়েই দিলেন, এটি উন্মোচিত হচ্ছে অক্টোবরের ১৭ তারিখ।

বার্লিন আই এফ এ ২০১৭ এ আপডেট সম্বন্ধে জানানো হয়েছে,

এই আপডেট এ সবচেয়ে আকর্ষনীয় ফিচার মিক্সড রিয়েলিটি যা ভিআর হেডসেট ও মোশন কন্ট্রোলার এর সাথে কাজ করবে। ৩০০ ডলার থেকেই এসব হেডসেট পাওয়া যাবে।

উইন্ডোজ ১০ এ ১০০% ডিস্ক/সিপিউ ইউজ সমস্যার সমাধান

  • এছাড়াও উইন্ডোজ ইঙ্কিং থাকবে যা পিডিএফ আকারে সংরক্ষন করা যাবে।
  • ওয়ানড্রাইভ ফাইল চাইলেই এক্সপ্লোর করা যাবে অফলাইনে
  • কোন হার্ডডিস্ক এর জায়গা নস্ট না করে।
  • গেম মুড ট্যাপ আপনাকে দিবে পুরো প্রসেসিং পাওয়ারকে এক করবে গেমিং এর জন্য।
  • আই কন্ট্রোল নামে একটি নতুন এক্সেসিবিলিটি অপশন ও রাখা হবে।
  • র‍্যানসমওয়্যার ও ম্যালওয়্যার প্রটেকশন এ সিকিউরিটি আপডেট থাকছে।

এখন পর্যন্ত ৫০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহার হচ্ছে যা মাইক্রোসফট এর সবচেয়ে উইন্ডোজ ভার্শন এ রুপান্তর করতে কাজ করবে।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here