কম দামে হুয়াওয়ে অনার ৬ প্লে

24
440

সাশ্রয়ী মূল্যে ফোন উন্মুক্ত করেছে হুয়াওয়ের সাব ব্র‍্যান্ড অনার। এটির মডেল হলো অনার ৬ প্লে।

ফোনটিতে থাকছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এতে কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৭টি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র‍্যাম। এর ইন্টারনাল মেমরি ১৬ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ছবি তোলার জন্য পিছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটি। এতে ব্যবহার করা হয়েছে ৩০২০ মিলিঅ্যাাম্পিয়ার ব্যাটারি।

নতুন এই ফোন চীনের বাহিরের বাজারে কবে আসতে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

ফোনটির দাম ৭ হাজার ৫০০ টাকা

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here