আইফোনের দাম বাড়ছে

9
382

চলতি মাসের ১২ তারিখ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে অ্যাপলের কাক্সিক্ষত আইফোন ৮। ধারণা করা হচ্ছে নতুন আইফোনের দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার থেকে ১ হাজার ২০০ মার্কিন ডলারের মধ্যে। আর এই দাম যদি সত্যি হয় তাহলে তার জন্য একা অ্যাপলকে দায়ী করা যায় না।

সম্প্রতি প্রযুক্তি সাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। আসন্ন অ্যাপল পণ্যের পূর্বাভাসের জন্য শক্তিশালী ট্র্যাক রেকর্ড এর জন্য খ্যাত কেজিআই সিকিউরিটিজ এর বিশ্লেষক মিং-চি কু এর বরাত দিয়ে নতুন এক প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোনের দাম অনেকটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, সরবরাহ চেইনে স্যামসাং এর ভূমিকা থাকায় আইফোনের দাম বেড়ে যেতে পারে। আর দাম বেড়ে যাওয়ার মূল কারণ স্ক্রিন। আশা করা হচ্ছে আসন্ন আইফোন এ থাকবে প্রথমবারের মতো ওএলইডি ডিসপ্লে। আর এই ডিসপ্লে উৎপাদন করবে স্যামসাং যার ফলে পার ইউনিট দাম ১২০ ডলার থেকে ১৩০ ডলার পড়বে।

আর আগের ফোনে এলসিডি প্যানেলের জন্য খরচ ছিল ৪৫ ডলার থেকে ৫৫ ডলার পার ইউনিট। আর এই কাজ শেষ হলে আশা করা যায় ভবিষ্যতে আইফোনের দাম কিছুটা কমতে পারে। -আইটি ডেস্ক

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here