রোহিঙ্গাদের জন্য শিগগির সাড়ে ৭ কোটি ডলার প্রয়োজন: জাতিসংঘ

7
401
মিয়ানমারের অব্যাহত বর্বর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য শিগগির ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।
শনিবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা লোকজনের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় এখানকার আশ্রয় শিবির ও বসতিগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীও এসব মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।’

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে বর্বর নির্যাতনের শিকার হয়ে অন্তত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা জাতিসংঘের।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিনস বলেন, ‘অত্যন্ত দুরবস্থায় পড়া এসব মানুষ প্রাণের ভয়ে ঘরবাড়িসহ সবকিছু ছেড়ে নিঃস্ব অবস্থায় পালিয়ে বাংলাদেশে আসছে। এটা থামবে না বলেই মনে হচ্ছে। তাই তাদের আশ্রয়ে কক্সবাজারে কর্মরত সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত সম্পদ থাকা প্রয়োজন।’

সর্বশেষ সংকটের আগে থেকেই সংস্থাগুলো মাঠে সক্রিয় থাকলেও রোহিঙ্গাদের এবারে ঢল তাদের হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য জাতিসংঘের এ আবাসিক সমন্বয়কের।

তিনি বলেন, ‘নতুন আসা এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে ৬০ হাজার ঘর তৈরির প্রয়োজন। এর সঙ্গে প্রয়োজন খাদ্য, সুপেয় পানি, মানবিক স্বাস্থ্যসেবা ও যৌন সহিংসতা থেকে বেঁচে যাওয়াদের জন্য সহায়তাসহ সার্বিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা।’

রবার্ট ডি. ওয়াটকিনস জানান, জরুরি ত্রাণ সহায়তার জন্য এরই মধ্যে জাতিসংঘের জরুরি ত্রাণ তহবিল থেকে ৭০ লাখ ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এ অর্থ দিয়ে শরণার্থী শিবিরের ভেতরে ও বাইরে অন্তত ৭৫ হাজার মানুষের জীবন বাঁচানোসহ মৌলিক সেবা নিশ্চিত করা হবে।

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here