অ্যান্ড্রয়েডে আউটলুক অ্যাড-অন আনল মাইক্রোসফট

9
544

এর আগে আইওএস ডিভাইসের জন্য অ্যাড-অনগুলো চালু করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। এবার অ্যান্ড্রয়েডের জন্য সেগুলো চালু করলো প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

এর মাধ্যমে আইওএস-এর মতো অ্যান্ড্রয়েডেও এভারনোট, মাইক্রোসফট ডায়নামিকস ৩৬৫, মাইক্রোসফট ট্রান্সলেটর, নিম্বল, ওয়ানপ্লেইসমেইল, আউটলুক কাস্টোমার ম্যানেজার, স্মার্টশিট এবং ট্রেলো অ্যাড-অন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এর পাশাপাশি আউটলুকের জন্য রিকে, জাইরা, মেইস্টারটাস্ক, জিফিক্যাট ও মোজিলালা’র মতো অ্যাড-ইনস চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ওয়েবে উইন্ডোজ, ম্যাক, আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে এগুলো।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, “দলের মধ্যে কাজের ইমেইল দ্রুত এবং সহজে আদান প্রদানের সফটওয়্যার হলো, রিকে, জাইরা এবং মেইস্টারটাস্ক।”

অন্যদিকে ইমেইলে প্রতিক্রিয়া জানানোর জিফ অ্যানিমেশন হলো জিফিক্যাট ও মোজিলালা।

গ্রাহকরা আউটলুক সেটিংস-এ গিয়ে অ্যাড-ইনস বাটন চেপে অ্যাপগুলো চালু করতে পারবেন বলে প্রতিবেনে বলা হয়েছে।

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here